পবিত্র ঈদুল আজহা সামনে রেখে ঈদযাত্রার শেষ দিনের (৬ জুন) ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।
আজ (২৭ মে) মঙ্গলবার বাংলাদেশ রেলওয়ের পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলগামী ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি শুরু হয়। দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলগামী ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি শুরু হবে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে ঢাকামুখী নয়, বরং ঢাকাবিমুখ আন্তঃনগর ট্রেনের প্রায় ৩৩ হাজার ৩১৫টি আসনের টিকিট ধাপে ধাপে বিক্রি করা হচ্ছে। সব টিকিট বিক্রি করা হচ্ছে শতভাগ অনলাইন প্ল্যাটফর্মে—‘রেলসেবা’ অ্যাপ এবং রেলওয়ের ওয়েবসাইটের মাধ্যমে।
রেল কর্তৃপক্ষ জানায়, ঈদের আগে সাত দিনের যাত্রার জন্য নির্ধারিত টিকিট বিক্রি শুরু হয়েছিল ২১ মে, যেদিন ৩১ মে’র টিকিট ছাড়া হয়। এরপর প্রতিদিন একদিন করে টিকিট বিক্রি হচ্ছে। সেই ধারাবাহিকতায় আজ বিক্রি হচ্ছে ৬ জুনের, অর্থাৎ ঈদের আগের দিনের টিকিট।
বিশেষ ব্যবস্থায় বিক্রি করা এই টিকিটগুলো ফেরতযোগ্য নয়। একজন যাত্রী নিজের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে সর্বোচ্চ চারটি টিকিট সংগ্রহ করতে পারবেন বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।