দেশের সবচেয়ে নিরাপদ ও আরামদায়ক ভ্রমণের অন্যতম হচ্ছে ট্রেন ভ্রমণ। ট্রেন ভ্রমণ কে না ভালোবাসে? আর ভ্রমণের গন্তব্য খুব বেশি দূরত্বের হলে কম খরচে অবশ্যই ট্রেন ভ্রমণ সবচেয়ে উপযুক্ত বলা যায়। দুঃখের বিষয়, যে ট্রেন সাধারণ মানুষের জন্য নিরাপদ, আরামদায়ক ও সাশ্রয়ী, সেই ট্রেনই কখনো আবার অনিরাপদ, অস্বস্তিদায়ক ও অতিব্যয় হয়ে দাঁড়ায়। তাই ট্রেন ভ্রমণে সতর্কতা পালন করা জরুরি। ট্রেন ভ্রমণকারীদের উদ্দেশে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করা হলো।
টিকিট সংগ্রহ না করে ট্রেন ভ্রমণে আইনত অপরাধ ও জেল-জরিমানা রয়েছে। তাই ভ্রমণের আগেই টিকিট নিশ্চিত করতে হবে। ট্রেন ছাড়ার নির্ধারিত সময়ের আগেই স্টেশনে আসুন। অনেক সময় ট্রেন অথবা বগি চিনতে অসুবিধার কারণে অন্য ট্রেন অথবা নির্ধারিত ট্রেনের অন্য বগির, অন্য একজনের আসনে বসতে হয়।
ফলাফলস্বরূপ, অনেক ঝামেলা মোকাবিলা করতে হয়। তাই এ ক্ষেত্রে আগেই স্টেশনে দায়িত্বরত মানুষকে জিজ্ঞাসা করুন। ট্রেন ভ্রমণের সময় প্রয়োজনীয় ওষুধ সঙ্গে রাখুন, বমির আশঙ্কা থাকলে বমির ওষুধ খেয়ে নিন। যেকোনো ভ্রমণের আগে অতিরিক্ত খাওয়া উচিত নয়, আর ট্রেন ভ্রমণ হলে অবশ্যই নয়।