‘ইসলামের ছায়াতলে’ লুবাবা, শোনালেন পরকালের কথা

‘ইসলামের ছায়াতলে’ লুবাবা, শোনালেন পরকালের কথা

বিনোদন ডেস্ক : শোবিজের চাকচিক্য ছেড়ে ধর্মের ছায়াতলে ফেরাটা তারকাদের ক্ষেত্রে নতুন কিছু না। এখন পর্যন্ত দেশ-বিদেশের বহু তারকারা এমন নজির ঘটিয়েছেন।

‘ইসলামের ছায়াতলে’ লুবাবা, শোনালেন পরকালের কথা‘ইসলামের ছায়াতলে’ লুবাবা, শোনালেন পরকালের কথা

বাংলাদেশের শোবিজাঙ্গনেও রয়েছেন এমন অনেকে। এবার আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবার দেখা মিলল এমনই বদলে যাওয়া এক রূপে।

অনেকদিন ধরেই নানা আলোচিত কাণ্ডে সংবাদের শিরোনাম হয় লুবাবা। নেটিজেনদের কাছে পরিণত হয় হাসির খোরাকে। তবে তার বয়স বিবেচনায় এসব চর্চা থেকে সরে আসে সকলে।

সিমরিন লুবাবা ফের সংবাদের শিরোনাম! এখন তবে প্রেক্ষাপট ভিন্ন। অনেকদিন ধরেই নিজেকে ইসলামের ছায়াতলে এনেছে লুবাবা। তবে নিয়মিত রয়েছে ভ্লগিংয়ে। অর্থাৎ সামাজিক মাধ্যমে ফুড ভ্লগিং, ট্যুর ভ্লগিং করছে নিয়মিত; এছাড়াও ইসলামিক ফ্যাশন ইনফ্লুয়েনসার হিসেবেও নেটিজেনদের কাছে প্রিয়মুখ হয়ে উঠছে সে।

বলা বাহুল্য, তাকে নিয়ে এখন অনেকেই প্রশংসায় মাতছেন; ফলে বিভিন্ন সাক্ষাৎকারে এই পরিবর্তন নিয়ে মুখোমুখিও হচ্ছে লুবাবা। সম্প্রতি এক সাক্ষাৎকারে অনুরাগীদেরকে ইসলামের ছায়াতলে আসা এই শিশুশিল্পী শোনাল পরকালের কথা।

মাতৃত্বকালীন ছুটি শেষ করে শুটিংয়ে ফিরছেন দীপিকা?

এ সময় লুবাবা সর্বদা ইসলামের পথকে অনুসরণ করার আহ্বান জানান। লুবাবাকে বলতে শোনায়, ‘আশপাশের মডার্ন-দের মতো ফলো করতে গেলে যেটা হয়, আমাদের আসল যে লক্ষ্য-পরকাল, সেটা আমরা ভুলে যাই। যেমন আমরা মিডিয়াতে কাজ করি। কাজ করা যায়, কিন্তু কাজের যে ইসলামিক ওয়েটা বা উদ্দেশ্যটা আছে, সেটা অনুসরণ করা বেটার। আর ইসলামের পথ বেছে নেওয়াটা আমার জীবনের একটা বেস্ট ডিসিশন।’

Scroll to Top