ইসলামী যুব আন্দোলনর ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী ও সম্মেলন | চ্যানেল আই অনলাইন

ইসলামী যুব আন্দোলনর ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী ও সম্মেলন | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বরিশাল জেলা ও মহানগরের যৌথ উদ্যোগে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ জুলাই) বরিশালের অশ্বিনী কুমার টাউন হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এই সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর, মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই।

সম্মেলনে শায়খে চরমোনাই জানান, “চাঁদা না পেয়ে যুবদলের কর্মীরা ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ীকে পাথর মেরে বর্বরোচিত হত্যা করেছে, যা আওয়ামী ফ্যাসিবাদ কর্তৃক হত্যাযজ্ঞের চেয়েও মারাত্মক।”

এই সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল মুফতি মানসুর আহমাদ সাকী।

নগর সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মাদ রেজাউল করীম এর সভাপতিত্বে ও নগর সাধারণ সম্পাদক মাওলানা জাহিদুল ইসলাম এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোঃ সুলাইমান, ইসলামী আন্দোলন এর জেলা সভাপতি উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম, ইসলামী যুব আন্দোলনের সংগঠনিক সম্পাদক প্রভাষক মাওলানা মুহাম্মাদ আলামিন, মাওলানা মুহাম্মাদ রফিকুল ইসলাম, ইসলামী আন্দোলনের বরিশাল মহানগরের সভাপতি অধ্যাপক মুহাম্মাদ লোকমান হাকিম প্রমূখসহ অনেকে।

Scroll to Top