ইসরায়েল কি সত্যি হামাসকে হারাতে পারবে

ইসরায়েল কি সত্যি হামাসকে হারাতে পারবে

যুক্তরাষ্ট্র, কিছু আরব দেশ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বলছে, যুদ্ধ-পরবর্তী গাজার নিয়ন্ত্রণ থাকবে ফাতাহ বা আরব-বিশ্বের (প্যান আরব) বাহিনীর হাতে। কিন্তু কীভাবে এটা হবে, সে বিষয়ে বাস্তবসম্মত পরিকল্পনা পেশ করেনি। এখন যে যা বলছে, তা হলো নিজেদের মনোবাসনা। কিন্তু যে ভবিষ্যৎ অনুমান করা হচ্ছে, তা হলো হামাস টিকে থাকবে।

হামাস এখনো একটি সক্রিয় সামরিক বাহিনী। বাহিনীর দ্য মিলিটারি উইং হলো দ্য কাসেম ব্রিগেডস। এই সামরিক শাখা এখন পর্যন্ত প্রকাশ্যে তাদের গঠন প্রণালি, সংগঠন বা সদস্যসংখ্যা নিয়ে কোনো তথ্য প্রকাশ করেনি।

সাধারণত যেসব তথ্য পাওয়া যায় এবং ইসরায়েল, যুক্তরাষ্ট্র, আরব ও রাশিয়ার সূত্র থেকে ফাঁস হওয়া গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে কিছু বিশেষজ্ঞ বলে থাকেন, কাসেম ব্রিগেডসে ৩০ হাজার থেকে ৪৫ হাজার যোদ্ধা রয়েছে।

এমনকি বিশ্লেষকেরা নির্বাচনের আগে বলেছিলেন, বাহিনীর সম্মুখসারিতে সুপ্রশিক্ষিত, সুশৃঙ্খল ও আদর্শিকভাবে অত্যন্ত অনুগত এমন অন্তত ১৮ হাজার সদস্য রয়েছে। বাকিরা পেছনের সারিতে।

অনেক ইসরায়েলি দাবি করেন, তারা ১০ হাজার হামাস যোদ্ধাকে হত্যা করেছে। অবশ্য এটা অতিরঞ্জিত বলেই মনে করা হয়।

Scroll to Top