ইসরায়েলে মার্কিন দূতাবাস ক্ষতিগ্রস্ত

ইসরায়েলে মার্কিন দূতাবাস ক্ষতিগ্রস্ত

ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি জানিয়েছেন, ইরানের রাতভর হামলায় তেল আবিবের মার্কিন দূতাবাস ‘সামান্য ক্ষতিগ্রস্ত’ হয়েছে।

সোমবার (১৬ জুন) বিবিসির প্রতিবেদনে বলা হয়, মাইক হাকাবি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স অ্যাকাউন্টে পোস্ট করে এ তথ্য নিশ্চিত করেন।

পোস্টে তিনি বলেছেন, তেল আবিবে দূতাবাস ভবনটির আশপাশে ‘ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানায়’ ভীষণ কম্পনে কনস্যুলেট ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো মার্কিন কর্মী হতাহত হননি বলেও জানান তিনি।

এ কারণে জেরুজালেমে অবস্থিত প্রধান মার্কিন দূতাবাসও বন্ধ থাকবে এবং এখনও সেখানে নিরাপদে অবস্থান করার নির্দেশনা বহাল আছে।

Scroll to Top