ইসরায়েলের হামলায় একদিনে আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত – DesheBideshe

ইসরায়েলের হামলায় একদিনে আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত – DesheBideshe


ইসরায়েলের হামলায় একদিনে আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত – DesheBideshe

জেরুজালেম, ০৯ জুলাই – ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের হামলায় একদিনে আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে ইসরায়েলের লাগাতার হামলায় প্রাণ হারানো ফিলিস্তিনির সংখ্যা প্রায় ৫৭ হাজার ৬০০ জনে পৌঁছেছে।

মঙ্গলবার (৮ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থাটি বলছে, ইসরায়েলের টানা বিমান ও স্থল হামলায় গাজা উপত্যকায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৫৭ হাজার ৫৭৫ জনে। মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

গত ২৪ ঘণ্টায় আরও ৫২ জনের মরদেহ বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রে পৌঁছেছে এবং আহত হয়েছেন আরও ২৬২ জন। এর ফলে ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া এই যুদ্ধের পর থেকে এখন পর্যন্ত আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৬ হাজার ৮৭৯ জনে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, “বহু মরদেহ এখনো ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় পড়ে আছে, কিন্তু নিরাপত্তাজনিত কারণে উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না।”

এছাড়া, শুধুমাত্র মানবিক সহায়তা নেওয়ার সময় গত ২৪ ঘণ্টায় ৮ জন নিহত এবং ৭৪ জনের বেশি আহত হয়েছেন। ২৭ মে থেকে এ পর্যন্ত সহায়তা নিতে গিয়ে মোট ৭৬৬ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ৫ হাজার ৪৪ জনের বেশি।

চলতি বছরের ১৮ মার্চ ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি ভেঙে গাজায় হামলা আবার শুরু করে। এরপর থেকে এখন পর্যন্ত ৭ হাজার ১৩ জন নিহত এবং ২৪ হাজার ৮৩৮ জন আহত হয়েছেন।

গত বছরের নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

এছাড়া, গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতেও (আইসিসি) একটি মামলা চলছে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ০৯ জুলাই ২০২৫



Scroll to Top