ইসরায়েলের সঙ্গে গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে প্রস্তুত বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। শনিবার (৫ জুলাই) সকালে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে “অবিলম্বে” আলোচনা শুরু করতে প্রস্তুত হামাস।
ফিলিস্তিনি তথ্য কেন্দ্র এবং কুদস নিউজ নেটওয়ার্কের তথ্য অনুযায়ী, গাজার চিকিৎসা সূত্র জানিয়েছে শুক্রবার রাত ১১ টা থেকে অবরুদ্ধ ছিটমহল জুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে ১৮ জন নিহত হয়েছে।
হামাসের মিত্র ইসলামিক জিহাদ বলেছে, তারা গাজায় ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনার পরিকল্পনাকে সমর্থন করে, তবে এই প্রক্রিয়া স্থায়ী যুদ্ধবিরতির দিকে পরিচালিত করবে এমন “নিশ্চয়তা” দাবি করেছে।
সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ওয়াশিংটন সফরের আগে এবং অন্যান্য ফিলিস্তিনি দলগুলোর সঙ্গে পরামর্শ করার পর এই ঘোষণা আসে। ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির জন্য জোর দিচ্ছেন, যখন গাজায় চলমান যুদ্ধের ২১তম মাস।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজার বিরুদ্ধে ইসরায়েলি যুদ্ধে কমপক্ষে ৫৭, ২৬৮ জন নিহত এবং ১,৩৫, ৬২৫ জন আহত হয়েছেন। ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় ইসরায়েলে আনুমানিক ১,১৩৯ জন নিহত এবং ২০০ জনেরও বেশি বন্দি করা হয়েছে।