ইসরায়েলি গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান | চ্যানেল আই অনলাইন

ইসরায়েলি গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। ওই ব্যক্তি দেশটির একজন পারমাণবিক বিজ্ঞানীর অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য ইসরায়েলের কাছে ফাঁস করেছিলেন।

বুধবার ৬ আগস্ট ইরানের বিচার বিভাগের ওয়েবসাইট ‘মিজান অনলাইন’ এ এই খবর জানানো হয়।

মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ওই ব্যক্তির নাম রুজবেহ ভাদি। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, জুনে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের সময় নিহত এক পারমাণবিক বিজ্ঞানীর অবস্থান সম্পর্কে তিনি ইসরাইলকে তথ্য দিয়েছিলেন।

বিচারিক প্রক্রিয়া শেষে ইরানের সুপ্রিম কোর্ট এই রায় বহাল রাখার পর রুজবেহ ভাদির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

Scroll to Top