ইসরাইলকে অবিলম্বে শান্তি আলোচনা শুরুর ডাক আব্বাসের | আন্তর্জাতিক

ইসরাইলকে অবিলম্বে শান্তি আলোচনা শুরুর ডাক আব্বাসের | আন্তর্জাতিক

<![CDATA[

ইসরাইলের প্রধানমন্ত্রী ইয়ার লাপিদের দ্বিরাষ্ট্র সমাধানের ডাক দেয়ার পরদিনই বিষয়টিকে স্বাগত জানালেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। একইসঙ্গে শুক্রবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘের চলমান ৭৭তম সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে ইসরাইল-ফিলিস্তিন সংকট নিরসনে ইসরাইলকে শান্তি আলোচনার আহ্বান জানান তিনি। খবর রয়টার্স।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, ইসরাইলের প্রধানমন্ত্রী ইয়ার লাপিদের দ্বিরাষ্ট্র সমাধানের ডাক একটি ‘ইতিবাচক অগ্রগতি’।

তিনি আরও বলেন, এ অবস্থানে ইসরাইল কতটা আন্তরিক এবং তাদের বিশ্বাসযোগ্যতা কতটুকু তার সত্যিকারের পরীক্ষা হচ্ছে, ইসরাইল সরকারের অবিলম্বে আলোচনার টেবিলে ফিরে আসা।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইসরাইলের প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ দুই রাষ্ট্র গঠনের ভিত্তিতে ফিলিস্তিনিদের সঙ্গে চুক্তির মধ্য দিয়ে দ্বিরাষ্ট্র সমাধানের বিষয়টি তুলে ধরেন।

আরও পড়ুন: এ বছর ইসরাইলি হামলায় দেড়শ ফিলিস্তিনি নিহত

আগামী পহেলা নভেম্বরে ইসরাইলে সাধারণ নির্বাচন। তার দেড় মাসেরও কম সময়ের মধ্যে দ্বিরাষ্ট্র সমাধানের ইঙ্গিত দিলেন ইসরাইলি প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ। বেশ কয়েকবছরের মধ্যে জাতিসংঘের অধিবেশনে এই প্রথম কোনো ইসরাইলি নেতা ফিলিস্তিন প্রশ্নে দ্বিরাষ্ট্র সমাধানের কথা উল্লেখ করেন।

ইসরাইল ১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধে পূর্ব জেরুজালেম, পশ্চিম তীর ও গাজা দখর করে নেয়। এসব এলাকা নিয়েই ফিলিস্তিনিরা স্বাধীন রাষ্ট্র গড়তে চায়। যুক্তরাষ্ট্রের সমর্থনে ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে চলা শান্তি আলোচনা ২০১৪ সালেই ভেস্তে গেছে। এরপর থেকেই ইসরাইল এবং ফিলিস্তিনের পাশাপাশি সহাবস্থানের দ্বিরাষ্ট্র চুক্তিতে উপনীত হওয়ার চেষ্টা থমকে আছে।

]]>

Scroll to Top