‘ইশরাত নিশাত নাট্য পুরস্কার’-এ মনোনয়ন পেলেন যারা | চ্যানেল আই অনলাইন

‘ইশরাত নিশাত নাট্য পুরস্কার’-এ মনোনয়ন পেলেন যারা | চ্যানেল আই অনলাইন

৯ ফেব্রুয়ারি দ্বিতীয়বারের মতো দেয়া হবে ‘ইশরাত নিশাত নাট্য পুরস্কার’

Fresh Add Mobile

৯ ফেব্রুয়ারি দ্বিতীয়বারের মতো দেয়া হবে বাংলাদেশে প্রবর্তিত প্রথম প্রতিযোগিতামূলক নাট্যপুরস্কার ‘ইশরাত নিশাত নাট্য পুরস্কার’। মঞ্চের গুণী ব্যক্তিত্ব ইশরাত নিশাত স্মরণে ২০২২ সালে এ উদ্যোগের যাত্রা শুরু হয়।

শনিবার (৩ ফেব্রুয়ারি) শিল্পকলা একাডেমির সেমিনার হলে এক সংবাদ সম্মেলনে এবারের আসরের মনোনয়নপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়।

Bkash

গেল বছর ৮টি বিভাগে পুরস্কার দেয়া হলেও এ বছর ৯টি বিভাগে পুরস্কার দেওয়া হবে। নাট্যকর্মীদের আকাঙ্খার প্রেক্ষিতে এ বছর যুক্ত হওয়া ক্যাটাগরিটি হচ্ছে শ্রেষ্ঠ পোশাক পরিকল্পক।

৯ বিভাগে যারা পেলেন মনোনয়ন-

Reneta June

১.শ্রেষ্ঠ প্রযোজনা- নাট্যদল প্রাচ্যনাটের ‘অচলায়তন’, তাড়িুয়ার ‘আদম সুরত’, আরশিনগরের ‘সিদ্ধার্থ’।

২. শ্রেষ্ঠ নির্দেশক- আবুল কালাম আজাদ, বাকার বকুল, রেজা আরিফ।

৩. শ্রেষ্ঠ নাট্যকার- বাকার বকুল, মুক্তনীল, শাহাদুজ্জামান।

৪. শ্রেষ্ঠ অভিনেতা- খায়রুল আলম হিমু, প্রদ্যুৎ কুমার ঘোষ, রমিজ রাজু।

৫. শ্রেষ্ঠ অভিনেত্রী- ফৌজিয়া করিম অনু, সঞ্জিতা শারসীন, সানজিদা প্রীতি।

৬. শ্রেষ্ঠ মঞ্চ পরিকল্পক- আহম্মেদ অপু, চারু পিন্টু, মো. সাইফুল ইসলাম।

৭. শ্রেষ্ঠ আলোক পরিকল্পক- অনিক কুমার, মো. সাইফুল ইসলাম, হেনরি সেন।

৮. শ্রেষ্ঠ সঙ্গীত পরিকল্পক- জনি সেন রুবেল, নীল কামরুল, সমুদ্র প্রবাল।

৯. শ্রেষ্ঠ পোশাক পরিকল্পক- আফসান আনোয়ার, এনাম তারা সাকি, জিনাত জাহান নিশা ও নুসরাত জাহান জিসা।

২০২০ সালের ২০ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সাংস্কৃতিক আন্দোলনে সরব থাকা ইশরাত নিশাত। তার স্মরণে ২০২২ সালে এই পুরস্কার প্রদানের উদ্যোগ নেওয়া হয়। প্রতিটি পুরস্কারের আর্থিক মূল্য ২৫ হাজার টাকা এবং সাথে একটি ক্রেস্ট ও সার্টিফিকেট দেয়া হয়। শ্রেষ্ঠ প্রযোজনার পুরস্কারের আর্থিক মূল্য ১ লক্ষ টাকা।

Scroll to Top