জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে ‘জনতা পার্টি বাংলাদেশ’ নামে নতুন রাজনৈতিক দলের যাত্রা শুরু করেছে।
আজ ২৫ এপ্রিল শুক্রবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে নতুন রাজনৈতিক দলের আনুষ্ঠানিক যাত্রা শুরুর ঘোষণা দিয়েছেন তিনি।
দলের সেক্রেটারি জেনারেলের দায়িত্বে রয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ। ভাইস চেয়ারম্যান হিসেবে যুক্ত হচ্ছেন সাবেক উপমন্ত্রী গোলাম সারওয়ার মিলন।
ইলিয়াস কাঞ্চন ‘নিরাপদ সড়ক চাই’ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে কাজ করে আসছেন দীর্ঘদিন ধরে। এবার সরাসরি রাজনীতির ময়দানে নামলেন এই অভিনেতা।