ইলন মাস্কের মাথা খারাপ হয়ে গেছে: ট্রাম্প | চ্যানেল আই অনলাইন

ইলন মাস্কের মাথা খারাপ হয়ে গেছে: ট্রাম্প | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের প্রকাশ্য বিবাদের বিষয়টি আবারও স্পষ্ট হলে উঠেছে। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মাস্কের মাথা খারাপ হয়ে গেছে এবং তার সাথে কথা বলার কোন ইচ্ছেই নেই।

এনডিটিভি জানিয়েছে, ট্রাম্প এবং মাস্কের প্রকাশ্যে বাদানুবাদ চরমে। এই বিষয়টি ট্রাম্পের কাছ থেকেই জানতে চাইলে এবিসি নিউজকে ট্রাম্প জানান, মাস্কের সঙ্গে এখনই কথা বলার ইচ্ছে তার নেই। ট্রাম্প দাবি করেছেন, মাস্কই তার কথা বলতে চেয়েছেন। কিন্তু তিনি কথা বলতে চান না। ট্রাম্প বলেছেন, তিনি ইলন সম্পর্কেও ভাবছেন না। তার সমস্যা আছে।

মাস্ক দাবি করেছেন, তিনি সাহায্য না করলে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে জিততেই পারতেন না। পাল্টা আর্থিক অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্পও। এই অবস্থায় দু’জনের মধ্যে উত্তেজনা কাটানো যায় কী না, হোয়াইট হাউসের পক্ষ থকে সেই চেষ্টা করা হয়েছে বলে দাবি করেছে বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যম।

হোয়াইট হাউজ জানিয়েছে, ইলন মাস্কের সঙ্গে শুক্রবার ফোনে কথা বলার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু কথা বলতে ইচ্ছুক নন প্রেসিডেন্ট ট্রাম্প। এমনকি মাস্কের বৈদ্যুতিক গাড়ি কোম্পানি টেসলার প্রচারে সহায়তার জন্য ট্রাম্প এবছরের শুরুর দিকে যে টেসলা গাড়ি কিনেছিলেন, সেটিও তিনি এখন বিক্রি করে দেওয়ার চিন্তা-ভাবনা করছেন।

দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই ট্রাম্পের সঙ্গে মাস্কের ‘সুসম্পর্ক’ নিয়ে চর্চা শুরু হয় বিভিন্ন মহলে। প্রায়ই দু’জনকে একসঙ্গে দেখা যেত। প্রেসিডেন্ট হয়েই মাস্ককে নিজের বিশেষ পরামর্শদাতা হিসেবে নিয়োগ করেছিলেন ট্রাম্প। তার জন্য আলাদা একটি দফতরও তৈরি করা হয়েছিল।

কিন্তু ট্রাম্পের ‘জনকল্যাণমূলক’ বিলকে ‘জঘন্য পদক্ষেপ’ বলে চিহ্নিত করে প্রশাসনিক উপদেষ্টার পদ থেকে ইস্তফা দেন মাস্ক। তারপর থেকেই দু’জনের সম্পর্কে অবনতি ঘটে। গত কয়েক দিনে তা প্রকাশ্যেও চলে এসেছে।

Scroll to Top