ইরানে সরকারকে উৎখাত করতে হামলা চালিয়েছিল ইসরায়েল: আয়াতুল্লাহ খামেনি

ইরানে সরকারকে উৎখাত করতে হামলা চালিয়েছিল ইসরায়েল: আয়াতুল্লাহ খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, গত মাসে ১২ দিনের ইসরায়েলের হামলার উদ্দেশ্য ছিল ইসলামিক প্রজাতন্ত্রটির শাসনব্যবস্থাকে দুর্বল করা এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশটির সরকারকে উৎখাত করা।

গত বুধবার বিচার বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে আয়াতুল্লাহ আলী খামেনি এ বিষয়ে বলেন, ‘ইরানের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সংবেদনশীল স্থাপনায় আঘাত হেনে শাসনব্যবস্থাকে দুর্বল করাই ছিল আগ্রাসনকারীদের পরিকল্পনা।’

ওই বৈঠকের একটি ভিডিও আয়াতুল্লাহ আলী খামেনির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ভিডিওতে শোনা যায়, বক্তব্যে খামেনি বলছেন, ‘ইসরায়েলিদের এ পদক্ষেপের লক্ষ্য ছিল বিশৃঙ্খলা সৃষ্টি করা এবং জনগণকে রাস্তায় নামিয়ে এনে সরকারকে উৎখাত করা।’

Scroll to Top