ইরানে ফিরতে শুরু করেছে ইন্টারনেট সংযোগ – DesheBideshe

ইরানে ফিরতে শুরু করেছে ইন্টারনেট সংযোগ – DesheBideshe



ইরানে ফিরতে শুরু করেছে ইন্টারনেট সংযোগ – DesheBideshe

তেহরান, ২১ জুন – আন্তর্জাতিক নেটওয়ার্কের সঙ্গে শনিবার (২১ জুন) রাতে যুক্ত হতে যাচ্ছে ইরানের ইন্টারনেট। দেশটির যোগাযোগ মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইরানি সংবাদমাধ্যমগুলো এই তথ্য জানিয়েছে।

এদিকে বিশ্বব্যাপী ইন্টারনেট সংযোগ পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস জানিয়েছে, প্রায় ৬২ ঘণ্টা বিচ্ছিন্ন রাখার পর দেশটিতে ইন্টারনেট সংযোগ আংশিকভাবে চালু করছে ইরান সরকার। কিন্তু নেটব্লকসের মতে, কিছু এলাকায় ইন্টারনেট সেবা এখনো ব্যাহত হচ্ছে এবং সংযোগ এখনো স্বাভাবিক পর্যায়ে ফেরেনি।

বুধবার থেকে ইরানে ইন্টারনেট সমস্যার শুরু হয়। যখন ইসরায়েলের সম্ভাব্য সাইবার আক্রমণের উদ্বেগ জানিয়ে ইন্টারনেটের গতি কমিয়ে দেয় দেশটির সরকার।

মূলত, ইসরায়েলের সাথে সংঘাত শুরুর পর ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ইরান।

সংঘাতের এই সময়টায় ইন্টারনেট বন্ধ থাকায় যোগাযোগের ক্ষেত্রে নানা সমস্যায় পড়তে দেখা গেছে দেশটির নাগরিকদের।

অনেকেই ইরানের ভেতরে ও বাইরে তাদের পরিবার এবং প্রিয়জনদের সাথে যোগাযোগ করতেও জটিলতায় পড়েন।

সূত্র: কালের কন্ঠ
আইএ/ ২১ জুন ২০২৫



Scroll to Top