ইরানে ইসলামিক রেভ্যুলেশনারি গার্ডের জেনারেল কাশেম সোলাইমানির সমাধির পাশে ভয়াবহ বিস্ফোরণে কমপেক্ষ ১০৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১৭০ জনের বেশি।
বুধবার দক্ষিণাঞ্চলীয় শহর কেরমানে কাশেম সোলাইমানির চতুর্থ মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারতের সময় জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটে। কেরমানের ডেপুটি গভর্নর এই ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে অভিহিত করেছেন।
সোলাইমানিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পর সবচেয়ে শক্তিশালী হিসেবে দেখা হতো। ২০২০ সালের ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদের বিমানবন্দরের কাছে মার্কিন ড্রোন হামলায় নিহত হন সোলাইমানি। তিনি ইরানের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড কোরের- আইআরজিসি অভিজাত শাখা কুদস ফোর্সের প্রধান ছিলেন।