ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘ইরান ও যুক্তরাষ্ট্র শনিবার ওমানে উচ্চ পর্যায়ের পরোক্ষ আলোচনার জন্য মিলিত হবে।’
আব্বাস আরাগচি আরও লিখেছেন, ‘এটা যতটা সুযোগ, ঠিক ততটাই পরীক্ষা। বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে।’
গতকাল ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমরা ইরানিদের সঙ্গে কাজ করছি, শনিবার আমাদের খুব বড় বৈঠক আছে এবং আমরা সরাসরি তাদের সঙ্গে কাজ করছি।’
আলোচনা কোথায় হবে, তা অবশ্য ট্রাম্প উল্লেখ করেননি। তবে তিনি জোর দিয়ে বলেছেন, এটা প্রতিনিধিদের মধ্যকার আলোচনা হবে না, এটা অনেকটাই সর্বোচ্চ পর্যায়ের আলোচনা হবে।
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে নতুন চুক্তিতে পৌঁছানোর জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে তেহরান অস্বীকৃতি জানানোর এক দিন পর ট্রাম্প এমন ঘোষণা দিলেন।