সরকারের উদ্দেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখনও বুঝতে পারছেন না, আপনাদের (আ. লীগ সরকার) জন্য কী অপেক্ষা করছে। ইতিহাস ভুলে যাবেন না। এই দেশে ইয়াহিয়া পারেননি, এরশাদ পারেননি, আপনারাও পারবেন না।
সোমবার (৯ অক্টোবর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে সমাবেশে এ কথা বলেন তিনি।
বিএনপি মহাসচিব আরও বলেন, খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখলে সরকারের সামনে আর কোনো প্রতিবন্ধকতা থাকবে না। তাই অন্ধকার কারাগারে রেখে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে সরকার।
বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়ার জীবনের কোনো হুমকি আসলে দেশের মানুষ ফ্যাসিস্ট সরকারকে ক্ষমা করবে না। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, গণবিচ্ছিন্ন রাজনৈতিক দলে পরিণত হয়েছে।
সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খসরু মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগ সরকার যতদিন থাকবে, ততদিন বিএনপি চেয়ারপারসনের উন্নত চিকিৎসা সম্ভব নয়।
/এমএন