বার্সেলোনার উদীয়মান তারকা লামিন ইয়ামাল ক্লাব-জাতীয় দলের হয়ে সেরাটা দিয়ে নাম কুড়িয়ে চলেছেন।আলোচনার কেন্দ্রে থাকছেন হরদম খেলার বাইরেও বিভিন্ন কারণে। বার্সা কিংবদন্তি লিওনেল মেসির মতো খেলেন বলে অনেকে মেসির সাথে তুলনা করছেন স্পেনিয়ার্ডকে। তবে এই বিতর্কে ঘি ঢেলেছেন বার্সার সাবেক ফুটবলার ও কোচ পেপ গার্দিওলা। বলেছেন, মেসির সাথে লামিনের তুলনা করা মানে একজন সাধারণ চিত্রশিল্পীর সাথে ভ্যান গগের তুলনা করা।
মেসি ও লামিন দুজনেই উঠে এসেছেন বার্সার একাডেমী লা মাসিয়া থেকে। সম্প্রতি ১৮ বছর বয়সে পদার্পন করেছেন কাতালুনিয়ান তারকা ইয়ামাল। অন্যদিকে মেসি ৪০ ছুঁইছুঁই । এখনো খেলে যাচ্ছেন বেশ ছন্দে।
গার্দিওলা গণমাধ্যমে বলেছেন, ‘আমি মনে করি লামিনের ক্যারিয়ার সমৃদ্ধ করা উচিৎ। আরও ১৫ বছর খেলার পর বলতে পারবো কে ভালো কে খারাপ। মেসির সাথে এখনই তার তুলনা করা অনেক বড় ব্যাপার।‘
‘সবাই অবাক করে বলছে লামিন ভালো। তার মানে তিনি খারাপ নন। ক্যারিয়ারে তার আরও উন্নতি হলে আমরা দেখতে পাবো। ‘
আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপজয়ী মেসির ছায়া ইয়ামালের পেরোতে অনেক সময় লাগবে। যেখানে মেসি ১০ নাম্বার জার্সিতে ধারাবাহিকভাবে ভালো খেলে ক্লাবের কিংবদন্তি বনে গিয়েছেন। ইয়ামালকে তার নিজস্ব গতিতে তাই এগিয়ে যেতে হবে এমনটা ভাবছেন পেপ গার্দিওলা।