ইয়ামাল-ফেররানের জোড়া গোল, সিউলের বিপক্ষে বড় জয় বার্সার | চ্যানেল আই অনলাইন

ইয়ামাল-ফেররানের জোড়া গোল, সিউলের বিপক্ষে বড় জয় বার্সার | চ্যানেল আই অনলাইন

প্রাক-মৌসুম প্রস্তুতিতে জাপানের ক্লাব ভিসেল কোবেকে ৩-১ গোলে হারিয়েছিল বার্সেলোনায়। এবার সাউথ কোরিয়ার ক্লাব এফসি সিউলের বিপক্ষে তুলে নিয়েছে বড় জয়। লামিন ইয়ামাল ও ফেররান তরেসের জোড়া গোল স্বাগতিক দলটিকে ৭-৩ গোলে হারিয়েছে হ্যান্সি ফ্লিকের দল।

সিউল ওয়ার্ল্ডকাপ স্টেডিয়ামে কাতালান জার্সিতে ইয়ামাল ও তরেসের পাশাপাশি গোল করেছেন রবার্ট লেভান্ডোভস্কি, আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন ও গাভি। স্বাগতিক ক্লাবটির হয়ে গোল করেছন ইয়ং-উক চো, ইয়াজান আল-আরাব ও জং হেন-মিন।

ম্যাচের অষ্টম মিনিটে গোল করে বার্সাকে এগিয়ে নেন লেভান্ডোভস্কি। ১৪ মিনিটে দ্বিগুণ করেন ইয়ামাল। ২৬ মিনিটে গোল শোধ করে সিউল। ইয়ং-উক বার্সা জালে বল পাঠান। প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে সমতায় ফেরে সিউল। মিনিট দুয়েক পর বার্সাকে ফের লিড এনে দেন ইয়ামাল। ৩-২ গোলে শেষ হয় প্রথমার্ধের খেলা।

বিরতির পর ৫৫ মিনিটে আন্দ্রেয়াস কাতালানদের হয়ে চতুর্থ গোলটি করেন। ৭৪ মিনিটে গোল করেন তরেস। তার দুই মিনিট ফর ষষ্ঠ গোলটি করেন গাভি। ৮৫ মিনিটে ব্যবধান কমায় সিউল। হেন-মিন বল পাঠান বার্সা জালে। ৮৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন তরেস। ৭-৩ ব্যবধানে জিতে মাঠ ছাড়ে কাতালানরা।

Scroll to Top