পরে জয়নাব ও তাঁর পরিবারকে ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার দরবারে সিরিয়ায় নিয়ে যাওয়া হয়। সেখানে ইয়াজিদের একজন সঙ্গী জয়নাবের ভাইয়ের মেয়ে ফাতিমা বিনতে হুসাইনকে ‘উপহার’ হিসেবে দাবি করেন। জয়নাব রুষ্ট হয়ে বললেন: ‘এটা তোমার বা তার অধিকার নয়।’
ইয়াজিদ বললেন, ‘তুমি মিথ্যা বলছ। এটা আমার অধিকার এবং আমি চাইলে তা করতে পারি।’
জয়নাব দৃঢ়ভাবে বললেন: ‘না, আল্লাহর কসম, আল্লাহ তোমাকে এই অনুমতি দেননি, যদি না সে আমাদের ধর্ম ত্যাগ করে এবং অন্য ধর্ম গ্রহণ করে।’
ইয়াজিদ ক্রুদ্ধ হয়ে বললেন, ‘তুমি কীভাবে আমার সঙ্গে এমন কথা বলার সাহস করো। ধর্ম ত্যাগ করেছে তোমার পিতা ও ভাই।
জয়নাব শান্তভাবে কিন্তু দৃঢ়তার সঙ্গে জবাব দেন: ‘আমার পিতা, ভাই ও দাদার ধর্মের মাধ্যমেই তুমি, তোমার পিতা ও তোমার দাদা হেদায়েত পেয়েছিলে।’
এভাবে ইয়াজিদের সামনে তাঁর বক্তব্য হয়ে ওঠে জুলুমের বিরুদ্ধে একটি চিরন্তন প্রতিবাদ।
সূত্র: অ্যাবাউট ইসলাম ডটনেট