ইমরুল-হৃদয়ের ব্যাটে কুমিল্লার চ্যালেঞ্জিং সংগ্রহ – Allrounder BD

ইমরুল-হৃদয়ের ব্যাটে কুমিল্লার চ্যালেঞ্জিং সংগ্রহ – Allrounder BD

ইমরুল-হৃদয়ের ব্যাটে কুমিল্লার চ্যালেঞ্জিং সংগ্রহ – Allrounder BD

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের প্রথম ম্যাচে আগে ব্যাটিং করে ১৪৩ রান সংগ্রহ করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দলের হয়ে সর্বোচ্চ ৬৬ রান করেছেন ওপেনার ইমরুল কায়েস। ইনিংসের শেষ ওভারে দুর্দান্ত হ্যাটট্রিক করেছেন পেসার শরীফুল ইসলাম। জয়ের জন্য দুর্দান্ত ঢাকার প্রয়োজন ১৪৪ রান।

টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। মিরপুরের পিচে ঘাস দেখে যে তার এমন সিদ্ধান্ত বলেছিলেন নিজেই। যদিও সময় যত গড়িয়েছে মিরপুরের পিচ সেই আগের মতই আচরণ করেছে।

আগে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ভুগছিলেন লিটন কুমার দাস। চতুরঙ্গা ডি সিলভার বলে মোহাম্মদ নাঈম শেখের হাতে ক্যাচ দেওয়ার আগে করেছেন ১৬ বলে ১ বাউন্ডারি ও ১ ছক্কায় ১৩ রান। এরপর দলের হাল ধরেন তাওহীদ হৃদয় ও ইমরুল কায়েস। দুজনের ১০৭ রানের জুটিতে দারুণ ভিত পায় কুমিল্লা। হৃদয় ফিফটি মিসের হতাশা নিয়ে ফিরেছেন। ৪১ বলে ৪৭ রান এসেছে তার ব্যাট থেকে।

কুমিল্লার ওপেনার ইমরুল খেলেছেন দায়িত্বশীল ইনিংস। তাসকিন আহমেদের বলে শরীফুল ইসলামকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরার আগে ৫৬ বলে করেছেন ৬৬ রান। ইনিংসের শেষ ওভারের শেষ তিন বলে খুশদিল শাহ, রোস্টন চেজ ও মাহিদুল ইসলাম অঙ্কনকে ফিরিয়ে প্রথম হ্যাটট্রিকের দেখা পান শরীফুল।

ঢাকার হয়ে ৪ ওভারে ২৭ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেছেন শরীফুল। এছাড়াও তাসকিন নিয়েছেন ২ উইকেট।

Scroll to Top