ইব্রাহিম জাদরানের সেঞ্চুরি, ৪২ রান পিছিয়ে আফগানরা | চ্যানেল আই অনলাইন

ইব্রাহিম জাদরানের সেঞ্চুরি, ৪২ রান পিছিয়ে আফগানরা | চ্যানেল আই অনলাইন
ইব্রাহিম জাদরানের সেঞ্চুরি, ৪২ রান পিছিয়ে আফগানরা | চ্যানেল আই অনলাইন
Fresh Add Mobile

শ্রীলঙ্কা-আফগানিস্তান টেস্টে লঙ্কানরা এগিয়ে থাকলেও তৃতীয় দিনটা আফগানদের পক্ষেই বলা চলে। ৬ উইকেটে ৪১০ রানে দিন শুরু করা শ্রীলঙ্কা ২৯ রান যোগ করেই গুটিয়েছে। নিজেদের দ্বিতীয় ইনিংসে নেমে সেঞ্চুরি পূর্ণ করেছেন ইব্রাহিম জাদরান। আর ফিফটির পথে হাঁটছেন রহমত শাহ। চতুর্থ দিনে লঙ্কানদের থেকে ৪২ রানে পিছিয়ে থেকে নামবে সফরকারীরা।

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে টসে হেরে ব্যাটে নেমে নিজেদের প্রথম ইনিংসে ১৯৮ রানে গুটিয়ে যায় আফগানিস্তান। নিজেদের প্রথম ইনিংসে নেমে অ্যাঞ্জেলো ম্যাথুজ ও দিনেশ চান্দিমালের সেঞ্চুরিতে ৪৩৯ রানের সংগ্রহ গড়ে লঙ্কানরা। ২৪১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নেমে ১ উইকেটে ১৯৯ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে আফগানরা।

৪১০ রানে তৃতীয় দিনে ব্যাটে নেমে ১৭ রান যোগ করার পর ফিরে যান সাদিরা সামারাবিক্রমা। ৪৩৫ রানে ফিরে যান প্রবাথ জয়সুরিয়া। ৪৩৯ রানে রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে যান গুনাসেকারারা। এরপর কোনো রান যোগ করা আগেই আসিথা ফের্নান্দো ফিরলে গুটিয়ে যায় লঙ্কানদের ইনিংস। প্রথম ইনিংসে লঙ্কানদের হয়ে ম্যাথুজ করেছেন ১৪১ রান। চান্দিমাল খেলেছেন ১০৭ রানের ইনিংস। এছাড়া দিমুথ করুনারত্নে ৭৭ রান করেন।

প্রথম ইনিংসে আফগানদের হয়ে নাভিদ জাদরান নেন চারটি উইকেট। এছাড়া কাইস আহমেদ ও নিজাত মাসুদ দুটি করে উইকেট নেন।

২৪১ রানে পিছিয়ে থেকে ব্যাটে নেমে শুরুটা দুর্দান্ত হয়েছে আফগানদের। উদ্বোধনী জুটিতে আসে ১০৬ রান। ৪৭ রান করে নুর আলি জর্দান ফিরে গেলে জুটি ভাঙে। পরে রহমত শাহকে সঙ্গী করে সেঞ্চুরি পূর্ণ করেন ইব্রাহিম জাদরান। চতুর্থ দিনে জাদরান ১০১ রানে ও রহমত শাহ ৪৬ রানে ব্যাটে নামবেন।

এদিন ব্যাট করার সময় মাথায় বলের আঘাত পেয়েছেন শ্রীলঙ্কার অভিষিক্ত পেসার চামিকা গুণাসেকারা। ১০৭তম ওভারে আফগানিস্তানের ডানহাতি পেসার নাভিদ জাদরানের একটি বাউন্সার আটে ব্যাট করতে নামা ২৪ বর্ষী পেসারের হেলমেটে এসে লাগে। দ্রুত কনকাশন পরীক্ষা করা হলেও সেখানে উৎরে যান এ পেসার। দুই ওভার পর ভুগতে থাকা গুণাসেকারা মাথা ধরে মাঠের বাইরে চলে যান। পরে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তার কনকাশন সাব হিসেবে দলে ঢুকেছেন ডানহাতি পেসার কাসুন রাজিথা। ব্যাট না করলেও কনকাশন হিসেবে নামা ৩০ বর্ষী পেসার রাজিথ আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে বল করেছেন।

Scroll to Top