ইপিএলে বিগ ম্যাচে টটেনহ্যামের মুখোমুখি লিভারপুল – Allrounder BD

ইপিএলে বিগ ম্যাচে টটেনহ্যামের মুখোমুখি লিভারপুল – Allrounder BD

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) হাইভোল্টেজ ম্যাচে টটেনহ্যামের মুখোমুখি হবে লিভারপুল। শনিবার রাত ১০:৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

আগের মৌসুমে ভালো করতে না পারা লিভারপুল এবার দারুণভাবে শুরু করেছে। লিগে এখনো অপরাজিত আছে ইয়ুর্গেন ক্লপের দল। ছয় ম্যাচে ৫ জয় ও ১ ড্র করে ১৬ পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরে মোহামেদ সালাহরা। শীর্ষে ওঠারও সুযোগ রয়েছে তাদের সামনে। উলভারহ্যাম্পটনের কাছে ম্যানচেস্টার সিটি হারলে আর টটেনহ্যামের বিপক্ষে জিতলে শীর্ষে উঠবে অলরেডরা।

অন্যদিকে ৬ ম্যাচে ৪ জয় ও ২ ড্র করে ১৪ পয়েন্ট নিয়ে তালিকার চার নম্বরে সন হিউং মিনরা। সবশেষ ম্যাচে আর্সেনালের বিপক্ষে ড্র করে মাঠ ছেড়েছে তারা। দলের সবচেয়ে বড় তারকা হ্যারি কেইন বায়ার্ন মিউনিখে চলে গেলেও তার অভাব খুব একটা বুঝতে দিচ্ছেন না সন। স্পার্সদের অধিনায়কের দায়িত্বও সামলাচ্ছেন তিনি।

দারুণ ছন্দে আছে লিভারপুল

তবে লিভারপুলের বিপক্ষে মাঠে নামার আগে অতীত রেকর্ড টটেনহ্যামের পক্ষে কথা বলছে না। দুই দলের সবশেষ ২১ বারের দেখায় মাত্র একটিতে জিততে পেরেছে ক্রিশ্চিয়ান রোমেরোরা। ১৪ হারের বিপরীতে ড্র করতে পেরেছে ৬টি। লিভারপুল সবশেষ ১৫ ম্যাচে টটেনহ্যামের জালে অন্তত একবার করে হলেও বল জড়িয়েছে।

লিভারপুলের সম্ভাব্য লাইন আপ: আলিসন বেকার, জো গোমেজ, জোয়েল মাতিপ, ভার্জিল ভ্যান ডাইক, এন্ড্রু রবার্টসন, ডমিনিক সোবোসলাই, ম্যাক অ্যালিস্টার, কার্টিস জোনস, মোহামেদ সালাহ, দারউইন নুনিয়েজ ও লুইস দিয়াজ।

 

Scroll to Top