ইন্সটাগ্রামে গৃহবধূর সঙ্গে প্রেম, প্রেমিকা নাকি তাঁর স্বামী, কাকে খু*নের ছক কষেছিল যুবক? মধ্যমগ্রাম বি*স্ফো*র*ণে ‘বি*স্ফোর*ক’ মোড়

ইন্সটাগ্রামে গৃহবধূর সঙ্গে  প্রেম, প্রেমিকা নাকি তাঁর স্বামী, কাকে খু*নের ছক কষেছিল যুবক? মধ্যমগ্রাম বি*স্ফো*র*ণে ‘বি*স্ফোর*ক’ মোড়

Last Updated:

মধ্যমগ্রামের দেবীগড়ে বিস্ফোরণ কাণ্ডে নয়া মোড়! সম্পর্কের টানাপোড়েনের জেরেই এই ঘটনা বলে দাবি পুলিশের। জানা গিয়েছে, নিহত সচ্চিদানন্দ মিশ্রের সঙ্গে ইনস্টাগ্রামের মাধ্যমে সম্পর্ক তৈরি হয় মধ্যমগ্রামের এক গৃহবধূর।

আরও বোমা আছে কিনা তা দেখতে ঘটনাস্থলে আসে বম্ব স্কোয়াডইন্সটাগ্রামে গৃহবধূর সঙ্গে  প্রেম, প্রেমিকা নাকি তাঁর স্বামী, কাকে খু*নের ছক কষেছিল যুবক? মধ্যমগ্রাম বি*স্ফো*র*ণে ‘বি*স্ফোর*ক’ মোড়
আরও বোমা আছে কিনা তা দেখতে ঘটনাস্থলে আসে বম্ব স্কোয়াড

মধ্যমগ্রাম: মধ্যমগ্রামের দেবীগড়ে বিস্ফোরণ কাণ্ডে নয়া মোড়! সম্পর্কের টানাপোড়েনের জেরেই এই ঘটনা বলে দাবি পুলিশের। জানা গিয়েছে, নিহত সচ্চিদানন্দ মিশ্রের সঙ্গে ইনস্টাগ্রামের মাধ্যমে সম্পর্ক তৈরি হয় মধ্যমগ্রামের এক গৃহবধূর। এর আগেও বেশ কয়েকবার এখানে এসেছিল ওই যুবক। ঘটনার দু’দিন আগে সে মধ্যমগ্রামে আসে।

পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে ফাঁকা জায়গায় দেবীগড়ে সে বসে কী করছিল তা নিয়ে ধোঁয়াশায় পুলিশ। তাহলে প্রেমিকা নাকি তাঁর স্বামীকে ঘায়েল করতে সে সেখানে বসে পরিকল্পনা করেছিল তা নিয়েই ধন্দে রয়েছেন তদন্তকারীরা।

জানা গিয়েছে, পলিটেকনিকে আই টি আই ফিটার ডিগ্রি ছিল উত্তরপ্রদেশের বস্তী এলাকার ওই যুবক সচিদানন্দ মিশ্রের।

মনে করা হচ্ছে, ব্যক্তিগত আক্রোশ থেকেই এই ব্যাপক পরিমাণে বিস্ফোরক নিয়ে এসেছিল সে। এমনটা পুলিশ সূত্রে জানা গেছে। এই প্রসঙ্গে, জেলা পুলিশ সুপার প্রতীক্ষা ঝারখারিয়া সংবাদ মাধ্যমের সামনে জানান, যুবকের কোন ব্যক্তিগত সম্পর্কে টানাপোড়েন ছিল সেটার জন্যই সে সেখানে এসেছিল। কিন্তু এ বিষয়ে বিশদে তদন্ত করার পরেই আরও জানা যাবে।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/

ইন্সটাগ্রামে গৃহবধূর সঙ্গে প্রেম, প্রেমিকা নাকি তাঁর স্বামী, কাকে খু*নের ছক কষেছিল যুবক? মধ্যমগ্রাম বি*স্ফো*র*ণে ‘বি*স্ফোর*ক’ মোড়

Scroll to Top