ইন্টেল করপোরেশনের সিইও লিপ-বু টানের পদত্যাগ দাবি ট্রাম্পের

ইন্টেল করপোরেশনের সিইও লিপ-বু টানের পদত্যাগ দাবি ট্রাম্পের

চীনের সামরিক বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের অভিযোগ এনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মালয়েশিয়ান বংশোদ্ভূত ইন্টেল করপোরেশনের সিইও লিপ-বু টানের পদত্যাগ দাবি করেছেন।

ইন্টেল করপোরেশনের সিইও লিপ-বু টানের পদত্যাগ দাবি ট্রাম্পেরইন্টেল করপোরেশনের সিইও লিপ-বু টানের পদত্যাগ দাবি ট্রাম্পের

দেশটির মালয় মেইলসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বৃহস্পতিবার (যুক্তরাষ্ট্র সময়) ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ এক পোস্টে লিখেছেন, ‘ইন্টেলের সিইও চরম দ্বন্দ্বপূর্ণ অবস্থানে রয়েছেন এবং তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। এই সমস্যার আর কোনো সমাধান নেই।’

এই মন্তব্যের ঠিক একদিন আগেই রিপাবলিকান সিনেটর টম কটন ইন্টেল সিইও’র বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ প্রকাশ করে এক চিঠি প্রকাশ করেন।

ওই চিঠিতে তিনি উল্লেখ করেন, লিপ-বু টান ‘ডজনখানেক চীনা কোম্পানির নিয়ন্ত্রণে রয়েছেন এবং শত শত চীনা আধুনিক উৎপাদন ও সেমিকন্ডাক্টর প্রতিষ্ঠানে তার অংশীদারিত্ব রয়েছে। এর মধ্যে অন্তত আটটি প্রতিষ্ঠানের সঙ্গে চীনা পিপলস লিবারেশন আর্মির সরাসরি যোগাযোগ রয়েছে।’

মালয় মেইল আরো জানিয়েছে, টম কটন আরও দাবি করেছেন, টান যখন ক্যাডেন্স ডিজাইন সিস্টেমসের সিইও ছিলেন, তখন প্রতিষ্ঠানটি চীনের একটি সামরিক বিশ্ববিদ্যালয়ে অবৈধভাবে সফটওয়্যার বিক্রি করেছে এবং একটি সংশ্লিষ্ট সেমিকন্ডাক্টর কোম্পানিতে প্রযুক্তি হস্তান্তর করেছে—যার জন্য কোনো অনুমোদিত রপ্তানি লাইসেন্স নেয়া হয়নি।

তবে গত ১ দিন আগের খবরে মালয়েশিয়ার সংবাদমাধ্যমগুলো জানিয়েছিলো, চিপ আমদানিতে ১০০% শুল্ক আরোপের মার্কিন পরিকল্পনার বিশদ জানতে চায় মালয়েশিয়া।

২০২৫ সালের মার্চে দুর্দশাগ্রস্ত ইন্টেলের দায়িত্ব নেন লিপ-বু টান। তিনি দায়িত্ব গ্রহণের পরপরই কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেন। যুক্তরাষ্ট্রের শুল্কনীতি ও রপ্তানি নিষেধাজ্ঞার প্রেক্ষাপটে টান বলেন, ‘ইন্টেলের বর্তমান চ্যালেঞ্জগুলো সহজে কাটিয়ে ওঠা সম্ভব নয়।’

মালয় মেইল আরো বলেছে, ইন্টেল দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সেমিকন্ডাক্টর শিল্পের অগ্রপথিক হলেও সাম্প্রতিক সময়ে এশীয় প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান যেমন—তাইওয়ানের টিএসএমসি এবং দক্ষিণ কোরিয়ার স্যামসাংকাস্টমাইজড চিপ উৎপাদনে নেতৃত্ব দিচ্ছে। একইসঙ্গে এনভিডিয়ার দাপুটে উত্থান এআই চিপ বাজারে ইন্টেলের প্রভাবকে আরও ক্ষুণ্ন করেছে।

Scroll to Top