ইনজুরিতে মেসি, মাঠে ফিরতে পারবেন কবে?

ইনজুরিতে মেসি, মাঠে ফিরতে পারবেন কবে?

ঢাকাপ্রতিদিন ক্রীড়া ডেস্ক : শঙ্কাময় অপেক্ষা শেষে অবশেষে লিওনেল মেসিকে নিয়ে স্বস্তির খবর দিয়েছে ইন্টার মায়ামি। আর্জেন্টাইন তারকার পেশির চোট খুব গুরুতর নয়। তবে কিছুদিন তাকে মাঠের বাইরে থাকতে হবে নিশ্চিতভাবেই। অধিনায়কের ফেরার সম্ভাব্য সময় নিয়ে এখনও নিশ্চিত নয় মায়ামি।

লিগস কাপে ক্লাব নেকাক্সার বিপক্ষে গত শনিবার ম্যাচের শুরুর দিকেই চোট পান মেসি। এরপর মিনিট দুয়েক খেলার চেষ্টা করে মাঠ ছেড়ে যান একাদশ মিনিটেই। গত মৌসুমে নানা চোট মিলিয়ে ক্লাব ও দেশের হয়ে বেশ কিছু ম্যাচ খেলতে পারেননি মেসি। এই ৩৮ বছর বয়সে শরীর বিদ্রোহ করে আগের চেয়ে বেশি। ধকল সামলানোও এখন বেশি কঠিন। এবারের চোটের পরও তাই বড় শঙ্কার জায়গা ছিল।

তবে পরীক্ষায় গুরুতর কিছু ধরা পড়েনি বলেই বিবৃতিতে জানায় মায়ামি। তারা জানায়- পরীক্ষার ফলাফলে নিশ্চিত হওয়া গেছে, তার ডান পায়ের পেশিতে ‘মাইনর’ চোট আছে। তার চিকিৎসা কোন পথে এগোয় এবং শরীর কীভাবে সাড়া দেয়, সেটির ওপর নির্ভর করবে মেডিকেল ছাড়পত্র পাওয়া।

লিগস কাপে অবশ্য তিনি আর খেলতে পারবেন না বলেই মনে হচ্ছে। যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর ৩৬ ক্লাব নিয়ে আয়োজিত টুর্নামেন্টে দুই ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে এখন তিনে আছে মায়ামি। প্রথম ম্যাচে ২-১ গোলের জয়ে তিন পয়েন্ট পেয়েছে তারা, নেকাক্সার বিপক্ষে টাইব্রেকারে জিতে পেয়েছে দুই পয়েন্ট।

চোটে পড়ার আগ পর্যন্ত দুর্দান্ত ফর্মে ছিলেন মেসি। মেজর লিগ সকারে ১৮ গোল করে তিনি যৌথভাবে আছেন শীর্ষে। লিগস কাপের প্রথম ম্যাচে দলের দুটি গোলই আসে তার পাস থেকে।
ঢাকাপ্রতিদিন/এআর

Scroll to Top