ঢাকাপ্রতিদিন বিনোদন ডেস্ক : ঈদের ‘ইত্যাদি’তে এবার রয়েছে একটি ভিন্ন আঙ্গিকের নৃত্যায়োজন। এতে অংশ নিয়েছেন এই সময়ের জনপ্রিয় চার টিভি অভিনেত্রী—সাফা কবির, সাদিয়া আয়মান, সামিরা খান মাহি ও পারসা ইভানা। তাদের সঙ্গে রয়েছে একদল নৃত্যশিল্পী। নৃত্য পরিচালনা করেছেন ইভান শাহরিয়ার সোহাগ।
ফাগুন অডিও ভিশন জানায়, সব সময় যে ধরনের নাচ এবং নাচের মিউজিক শুনে দর্শক অভ্যস্ত ‘ইত্যাদি’র নাচগুলো তার চেয়ে একটু ব্যতিক্রমী। হানিফ সংকেতের সার্বিক তত্ত্বাবধানে এবারের নাচটির সংগীত পরিচালনা করেছেন আকাশ মাহমুদ। রয়েছে ক্লাসিক্যাল, ফোক, অ্যারাবিক ও আধুনিক কম্পোজিশনের সংমিশ্রণ। প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ‘ইত্যাদি’ বিটিভিতে প্রচারিত হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর।
‘ইত্যাদি’ গ্রন্থনা, পরিচালনা ও উপস্থাপনায় যথারীতি হানিফ সংকেত।
ঢাকাপ্রতিদিন/এআর