ইতিহাস গড়ে বিশ্বকাপে উগান্ডা, বাদ পড়ল জিম্বাবুয়ে

ইতিহাস গড়ে বিশ্বকাপে উগান্ডা, বাদ পড়ল জিম্বাবুয়ে
ইতিহাস গড়ে বিশ্বকাপে উগান্ডা, বাদ পড়ল জিম্বাবুয়ে

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এ খেলা নিশ্চিত করল উগান্ডা। হ্যাঁ, ঠিক পড়ছেন- উগান্ডা। জিম্বাবুয়ে, কেনিয়ার মত দলকে পেছনে ফেলে আইসিসি মেন্স টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আফ্রিকা রিজিওন কোয়ালিফায়ারে নামিবিয়ার সঙ্গে বিশ্বকাপের টিকিট পেয়েছে তাঁরা।

কোয়ালিফায়ারে তানজানিয়াকে ৮ উইকেটে হারিয়ে শুরু। এরপর নামিবিয়ার বিপক্ষে ৬ উইকেটের হার দেখে উগান্ডা। হার বলতে ঐ একটিই।

এরপর জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়ে জিম্বাবুয়ে তো বটেই, গোটা ক্রিকেট বিশ্বকে চমকে দেয় উগান্ডা। আধিপত্য ধরে রেখে নাইজেরিয়াকে হারায় ৯ উইকেটে।

বিশ্বকাপে যাবার পথে উগান্ডার সামনে বড় বাঁধা ছিল কেনিয়ার বিপক্ষে গতকালের ম্যাচটি। সেখানে ৩৩ রানের জয় নিশ্চিত করে উগান্ডা বিশ্বকাপে এক পা দিয়েই রেখেছিল। শেষ ম্যাচের প্রতিপক্ষ রুয়ান্ডা যে এক ম্যাচও জেতেনি।

আজ সেই ম্যাচে রুয়ান্ডাকে ৬৫ রানে আটকে দিয়ে মাত্র ১ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় ব্রায়ান মাসাবার নেতৃত্বাধীন দল, উগান্ডা।

বল হাতে ২ টি করে উইকেট নেন আলপেশ রমজানি, দীনেশ নাকরানি, সেনিওন্দো ও মাসাবা।

গেল টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে দেওয়া জিম্বাবুয়ে এবার বিশ্বকাপেই কোয়ালিফাই করতে পারল না। তাদেরকে হারানো দুই দল (নামিবিয়া ও উগান্ডা) খেলবে বিশ্বকাপে।

Scroll to Top