ইসলামবাদ, ০১ মে – পহেলগাঁও সন্ত্রাস এবং তার প্রতিক্রিয়ায় ভারতের সঙ্গে সংঘাতের আবহে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ করা হল পাকিস্তানে। গত তিন বছর ধরে শূন্য পড়ে থাকা ওই পদে সামরিক গুপ্তচর সংস্থা আইএসআই-এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল মহম্মদ আসিম মালিককে বসিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ।
পাক সেনার আন্তঃবাহিনী জনসংযোগ দফতর (আইএসপিআর)-এর সূত্র উদ্ধৃত করে পাক সংবাদমাধ্যম জানিয়েছে, লেফটেন্যান্ট জেনারেল মালিক আইএসআই প্রধানের পাশাপাশি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বও পালন করবেন। ইমরান খান পাক প্রধানমন্ত্রী থাকাকালীন ২০২১ সালের মে মাসে কূটনীতিবিদ মঈন ইউসুফকে ওই পদের দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু ২০২২ সালের এপ্রিলে ইমরান সরকারের পতনের পর থেকে পাক জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদটি শূন্য ছিল।
ঘটনাচক্রে, বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার সাত বছর পরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যদ পুনর্গঠন করে ভারতীয় গুপ্তচর সংস্থা ‘র’-এর প্রাক্তন ডিরেক্টর অলোক জোশীকে তার প্রধান নিয়োগ করেছিলেন। তার পরেই মধ্যরাতে পাক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিযুক্ত হলেন। পাক প্রধানমন্ত্রী শাহবাজ় তাঁর ‘ঘনিষ্ঠ’ হিসাবে পরিচিত লেফটেন্যান্ট জেনারেল মালিককে গত বছরের সেপ্টেম্বরে আইএসআই ডিরেক্টর পদে নিয়োগ করেছিলেন।
সম্প্রতি পাকিস্তানে জল্পনা তৈরি হয়েছে, ভারতের সঙ্গে সংঘাতের পরিস্থিতিতে সেনাপ্রধান জেনারেল আসিম মুনির ক্ষমতা দখল করতে চলেছেন। এই আবহে আইএসআই প্রধানকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে নিয়োগের ঘটনা ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, নব্বইয়ের দশকের শেষ পর্বে পাক প্রধানমন্ত্রী পদে থাকাকালীন শাহবাজ়ের দাদা নওয়াজ় শরিফ তৎকালীন পাক সেনাপ্রধান জেনারেল পারভেজ মুশারফের ‘বিরোধী’ হিসাবে পরিচিত লেফটেন্যান্ট জেনারেল খাজা জিয়াউদ্দিন বাটতে আইএসআই প্রধান নিয়োগ করেছিলেন। এর কিছু দিন পরেই সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়েছিলেন নওয়াজ়।
সূত্র: আনন্দবাজার পত্রিকা অনলাইন
আইএ/ ০১ মে ২০২৫