ইতিহাস গড়ল বাংলা মহিলা ক্রিকেট দল, ৩৯০ তাড়া করে রেকর্ড জয়

ইতিহাস গড়ল বাংলা মহিলা ক্রিকেট দল, ৩৯০ তাড়া করে রেকর্ড জয়

ইতিহাস গড়ল বাংলা মহিলা ক্রিকেট দল, ৩৯০ তাড়া করে রেকর্ড জয়

Last Updated:

Bengal women cricket team: ইতিহাস গড়ল বাংলা মহিলা ক্রিকেট দল। ভারতীয় মহিলা ক্রিকেটে এত বড় রান কোনও দিন চেজ হয়নি। ৩৮৯ রান চেজ করে জিতল বাংলা মহিলা দল।

ইতিহাস গড়ল বাংলা মহিলা ক্রিকেট দল। ভারতীয় মহিলা ক্রিকেটে এত বড় রান কোনও দিন চেজ হয়নি। ৩৮৯ রান চেজ করতে নেমে হরিয়ানাকে ৫ উইকেটে হারিয়ে বিসিসিআই সিনিয়র উইমেন্স ওয়ানডে কাপের সেমিফাইনালে চলে গেল বাংলা দল। বাংলার সিনিয়র মেয়েরা ৫ বল বাকি থাকতে ৩৯০ রান তুলে নেয়।

জয়ের নেপথ্যে মূল কারিগর তনুশ্রী সরকার, প্রিয়াঙ্কা বালার দুর্দান্ত ইনিংস। বাংলা তো দূর অস্ত, ভারতীয় মহিলা ক্রিকেটের প্রথম শ্রেণীতে এত পাহাড় প্রমাণ রান কোনও দিন তাড়া করে জেতেনি কোনও দল। এই সিনিয়র দল আগের টুর্নামেন্টে রানার্স আপ হয়েছিল। এবার ভারত সেরা সম্মান থেকে দল আর দুটি ম্যাচ দূরে।

সোমবার রাজকোটে নিরঞ্জন শাহ গ্রাউন্ডের স্টেডিয়াম সি-তে হরিয়ানার মুখোমুখি হয়েছিল বাংলা। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলার মহিলারা। হরিয়ানা দলে জাতীয় দলের ব্যাটার শেফালি ভার্মা ১১৫ বলে ১৯৭ রান দুরন্ত ইনিংস খেলেন। ৩৯০ রানে তুলে জয় একপ্রকার নিশ্চিত ধরে নিয়েছিল হরিয়ানা।

আরও পড়ুনঃ IND vs AUS: জোচ্চুরির শিকার ভারত! মারাত্মক অভিযোগ অজিদের বিরুদ্ধে! বক্সিং ডে টেস্টের আগে তুমুল বিতর্ক

কিন্তু কাজে এল না শেফালি বর্মার স্মরণীয় ইনিংস। রান তাড়া করতে নেমে বাংলার ক্রিকেটার গুটিয়ে যায়নি। তনুশ্রী সরকারের ৮৩ বলে ১১৩ রান তোলে বিপক্ষের ৩ টি উইকেট নেওয়ার পর। আর উইকেটকিপার ব্যাটার প্রিয়াঙ্কা বালা ৮৩ বলে অপরাজিত ৮৮ রান করে দলকে জিতিয়ে দেন। এছাড়াও ধারা গুজ্জর ৬৯, ষষ্ঠী মন্ডল ৫২ রানের অনবদ্য ইনিংস খেলেন।

Scroll to Top