জো রুট ও হ্যারি ব্রুকের সেঞ্চুরিতে ইতিহাস গড়ার পথে ইংল্যান্ড। ওভালে ভারতের দেয়া ৩৭৪ রানের লক্ষ্যে নেমে জয়ের পথে চলছে স্বাগতিক দল। বৃষ্টিতে নির্ধারিত সময়ের আগে খেলা ভেস্তে না গেলে চতুর্থদিনেই আসতে পারত ফলাফল। অপেক্ষাটা বেড়েছে ইংলিশদের। ভারতের বিপক্ষে ৭ বছর পর সিরিজ জিততে শেষ দিনে ইংল্যান্ডদের লাগবে ৩৫ রান, হাতে এখনও ৫ উইকেট।
ভারতের দেয়া ৩৭৪ রান তাড়ায় নেমে ১ উইকেটে ৫০ রান করে তৃতীয় দিনের খেলা শেষ করেছিল ইংল্যান্ড। চতুর্থ দিনে একাধিকবার হানা দিয়েছিল বৃষ্টি। খেলা হয়েছে ৭০.৩ ওভার। এদিন ইংলিশরা যোগ করেছে ২৮৯ রান, হারিয়েছে ৫ ব্যাটারকে। চতুর্থ দিনের খেলা শেষের আগে ইংল্যান্ড ৬ উইকেটে ৩৩৯ রান তুলেছে। জেমি স্মিথ ও জেমি ওভারটন শেষ দিনের খেলা শুরু করবেন।
টসে হেরে আগে ব্যাটে নেমে ভারতের প্রথম ইনিংস থামে ২২৪ রানে। জবাবে নেমে ইংলিশরা গুটিয়ে যায় ২৪৭ রানে। ২৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নেমে ৩৯৬ রান করে ভারত। তাতে স্বাগতিকদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৭৪ রান।
৩৭৪ রানের লক্ষ্য ছুঁয়ে ভারতকে হারাতে পারলে দুটি কীর্তিতে নাম লেখাবে ইংল্যান্ড। টেস্ট ইতিহাসে প্রথম দল হিসেবে সিরিজে দুবার ৩০০ পেরিয়ে জয়ের কীর্তি গড়বে দলটি। সিরিজের প্রথম টেস্টে লিডসে ভারতের দেয়া ৩৭১ রান ৫ উইকেটে তাড়া করেছিল ইংল্যান্ড।
পাশাপাশি ১২৩ বছর আগের একটি রেকর্ড ভাঙারও পথে ইংল্যান্ড। প্রথমবার ওভালে ৩০০ রানের বেশি তাড়া করার রেকর্ড গড়বে দলটি। এর আগে ১৯০২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৬৩ রানতাড়া করে জিতেছিল ইংল্যান্ড।
৫০ রানে দিন শুরু করা ইংল্যান্ড ৮২ রানে দ্বিতীয় উইকেট হারায়। ডাকেট ফিরে যান ৮৩ বলে ৫৪ রান করে। ১০৬ রানে তৃতীয় উইকেট হারায় স্বাগতিকরা। অলি পোপ ফেরেন ২৭ রানে। এরপর রুট ও ব্রুক মিলে যোগ করেন ২৯৫ রান।
৩০১ রানে ব্রুক ফিরে গেলে জুটি ভাঙে। ৯৮ বলে ১১১ রান করেন এই ব্যাটার। ৩৩২ রানে জ্যাকব বেথেল ফিরে যান ৫ রান করে। ৩৩৭ রানে রুটের উইকেটও হারায় ইংলিশরা। ১৫২ বলে ১০৫ রান করেন রুট। এর জেমি স্মিথ ও জেমি ওভারটন মিলে ২ রান যোগ করার পর বৃষ্টি নামে। তাতে শেষ হয় দিনের খেলা।
দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত প্রসিধ কৃষ্ণা ৩ উইকেট নেন। মোহাম্মদ সিরাজ নেন দুটি উইকেট, আকাশ দীপ নেন একটি।