প্রায় এক দশক আগে রাজধানীর গুলশানে ইতালীয় নাগরিক ও আন্তর্জাতিক সংস্থা আইসিসিও-বিডির কর্মকর্তা তাবেলা সিজার হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার রায় ঘোষণা করেছে আদালত। মামলায় ৩ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে, আর বাকি ৪ জনকে খালাস দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ শেখ ছামিদুল ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, তামজিদ আহমেদ ওরফে রুবেল, রাসেল চৌধুরী এবং মিনহাজুল আরেফিন।
২০১৫ সালের ২৮ সেপ্টেম্বর গুলশানে নিজ বাসার কাছে গুলি করে হত্যা করা হয় তাবেলা সিজারকে। আন্তর্জাতিকভাবে আলোচিত এই হত্যাকাণ্ড নিয়ে সে সময় তদন্তে গঠন করা হয় বিশেষ দল।
রায় ঘোষণার সময় আদালত বলেন, রাষ্ট্রপক্ষ তিন আসামির বিরুদ্ধে অপরাধ প্রমাণে সক্ষম হয়েছে, তবে বাকি চার জনের বিরুদ্ধে সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে।