ইউপি চেয়ারম্যান থেকে প্রধানমন্ত্রী প্রত্যেককে জবাব দিতে হবে জনগণের কাছে: তারেক রহমান | চ্যানেল আই অনলাইন

ইউপি চেয়ারম্যান থেকে প্রধানমন্ত্রী প্রত্যেককে জবাব দিতে হবে জনগণের কাছে: তারেক রহমান | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ইউপি চেয়ারম্যান থেকে শুরু করে প্রধানমন্ত্রী প্রত্যেককে জবাব দিতে হবে জনগণের কাছে। পরিবারে জবাবদিহিতা আছে বলেই পরিবার ঐক্যবদ্ধ থাকে। পরিবারের জবাবদিহিতা থাকে বলেই পরিবার ঐক্যবদ্ধভাবে সবাইকে নিয়ে এগিয়ে যায়।

আজ মঙ্গলবার ১০ ডিসেম্বর কুমিল্লার ফান টাউন পার্ক মিলনায়তন ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ ও জনসম্পৃক্তি কুমিল্লা বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা দেখেছি কিভাবে নিশি রাতে ভোট হয়েছে ভোট ডাকাতি হয়েছে, ভোট ডাকাতি নিশি রাতে ভোট দামি ভোট এসব যে কোন ভালো কিছু করতে পারে না তা বাংলাদেশের প্রমাণিত। আমরা চাই আগামী দিনে বাংলাদেশে একটি জবাবদিহিতার সরকার শুরু হোক।

বিএনপি কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সেলিম ভুইয়ার সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় উদ্বোধনী বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

GOVT

প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান আরও বলেন, যেহেতু আপনারা বলছেন দেশের মানুষ বিএনপি’র উপর আস্থা রাখে। স্বৈরাচার অনেক কিছু ধ্বংস করে দিয়ে গেছে, এ দেশটাকে তারা ধ্বংস করে দিয়ে গেছে, মানুষের ভবিষ্যৎ তারা ধ্বংস করে দিতে চেয়েছিল কিন্তু আমরা আশাবাদী এখনো সম্ভাবনা আছে। এবং সেই সম্ভাবনাকে যদি বাস্তবায়ন করতে হয় তাই মানুষ বিএনপি’র দিকেই তাকিয়ে আছে। বিএনপি হিসেবে আমরা মানুষের সেই প্রত্যাশা পূরণের জন্য। আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করি।

কর্মশালা পরিচালনা করেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। কুমিল্লা বিভাগীয় এই কর্মশালায় অংশ নেন কর্মশালায় অংশ নেনে শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, ত্রান ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াছিনসহ কুমিল্লা ছয়টি জেলা বিএনপি, মহানগর, পৌরসভর শীর্ষ নেতৃবৃন্দ।

কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মিডিয়া ছেলের আহ্বায়ক ডা. মওদুদ আলমগীর পাভেল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহাদী আমিন, সহ প্রশিক্ষণ সম্পাদক রেহানা আক্তার, সহ ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এডভোকেট নেওয়াজ হালিমা আরলি, সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া, বিএনপি নির্বাহী কমিটির সদস্য আব্দুর সাত্তার পাটোয়ারী ও কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মাহবুবা হাবিব।

shoroterjoba

Scroll to Top