ইউনূস-মোদির বৈঠকের ব্যাপারে আশাবাদী : পররাষ্ট্রসচিব

ইউনূস-মোদির বৈঠকের ব্যাপারে আশাবাদী : পররাষ্ট্রসচিব

ইউনূস-মোদির বৈঠকের ব্যাপারে আশাবাদী : পররাষ্ট্রসচিবইউনূস-মোদির বৈঠকের ব্যাপারে আশাবাদী : পররাষ্ট্রসচিবজুমবাংলা ডেস্ক : পররাষ্ট্রসচিব জসীম উদ্দিন বলেছেন, বিমসটেক সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠকের ব্যাপারে এখনো আমরা আশাবাদী। এ ব্যাপারে এখনো চেষ্টা চলছে।

বুধবার (২ এপ্রিল) থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

আজ থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককে বিমসটেক শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। এতে বঙ্গোপসাগর অঞ্চলের ৭টি দেশ অংশ নিয়েছে। দেশগুলো হলো- বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল, মিয়ানমার, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।

প্রথম দিন সদস্যদেশগুলোর শীর্ষ কর্মকর্তাদের বৈঠকের মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়।

এতে বাংলাদেশের পক্ষে যোগ দেন পররাষ্ট্রসচিব মো. জসিম উদ্দিন। সভা শুরুর আগে সাম্প্রতিক ভূমিকম্পে নিহতদের স্মরণে নীরবতা পালন করা হয়।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ সম্মেলনে যোগ দেবেন।

Scroll to Top