ইউনাইটেডের অবনমনের আশংকা আমোরিমের

ইউনাইটেডের অবনমনের আশংকা আমোরিমের

স্পোর্টস ডেস্ক
৩১ ডিসেম্বর ২০২৪ ০৯:২৮

রুবেন আমোরিম

মৌসুমের শুরু থেকে চলা দুরবস্থার কারণে বরখাস্ত করা হয়েছিল এরিক টেন হাগকে। রুবেন আমোরিমকে নতুন কোচ হিসেবে নিয়োগ করে নতুন দিনের স্বপ্ন দেখছিল ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথম কিছুদিন বদলে যাওয়ার আভাস দিলেও সাম্প্রতিক সময়ে ইউনাইটেড যেন ফিরে পেয়েছে নিজেদের চিরচেনা ছন্নছাড়া রূপ। বছরের শেষ ম্যাচ নিউক্যাসেল ইউনাইটেডের কাছে ২-০ গোলে হেরেছে তারা। প্রিমিয়ার লিগে টানা ৩ হারের পর আমোরিম বলছেন, এই মৌসুম শেষে অবনমনের আশংকাও করছেন তিনি।

টেন হাগের অধ্যায় শেষ হওয়ার পর প্রিমিয়ার লিগে আমোরিমের নেতৃত্বে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল ইউনাইটেড। তবে সেটা একেবারেই সফল হয়নি। শেষ ৫ ম্যাচের ৪টিতেই হেরেছে ইউনাইটেড। নিউক্যাসেলের কাছে হারের পর ১৯ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ১৪তম অবস্থানে আছেন তারা। অবনমনের এলাকাতে থাকা ক্লাবগুলোর চেয়ে মাত্র ৭ পয়েন্ট এগিয়ে আছে ইউনাইটেড।

আমোরিম বলছেন, যেভাবে খেলছে ক্লাব, তাতে অবনমনের খড়গও নেমে আসতে পারে, ‘আমি সমর্থকদের স্পষ্টভাবেই জানিয়ে দিতে চাই ব্যাপারটা। আমরা যেভাবে খেলছি, রেলিগেশনে পড়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে। আমাদের সবকিছুই বদলে ফেলতে হবে। শক্ত হওয়া ছাড়া উপায় নাই। এটাই আমাদের আরও শক্তিশালী করে তুলবে। সময়টা খুব কঠিন যাচ্ছে। এটা ক্লাবের ইতিহাসের সবচেয়ে বাজে সময়ের একটি। এটা আমাদের মেনে নিতে হবে। নিজেদের মাঠে এরকম আরেকটি হার আসলে কিছুতেই মেনে নেওয়া যাচ্ছে না।’

সব টুর্নামেন্ট মিলিয়ে গত ১১ ম্যাচের ৬টিতেই হেরেছে ইউনাইটেড। অনুশীলনের জন্য পর্যাপ্ত সময় না পাওয়াকেও দুষলেন আমোরিম, ‘এই মুহূর্তে ঘুরে দাঁড়ানো কঠিন। আমরা অনুশীলনের জন্য পর্যাপ্ত সময়টাও পাচ্ছি না। খারাপ মুহূর্তে আপনার ধৈর্য রাখতে হবে। দোষটা আমারও। দল একেবারেই উন্নতি করছে না। সবকিছু কেমন ছন্নছাড়া অবস্থায় আছে। এটা আমার জন্যও লজ্জার। তবে ঘুরে দাঁড়ানোর সক্ষমতা আমাদের আছে। নতুন বছরে সেই চেষ্টাটাই করতে হবে।’

সারাবাংলা/এফএম

ইংলিশ প্রিমিয়ার লিগ
ম্যানচেস্টার ইউনাইটেড
রুবেন আমোরিম
রেলিগেশন

Scroll to Top