ইউক্রেন ইস্যুতে রাশিয়াকে পূর্ণ সমর্থন দেবে উ. কোরিয়া – DesheBideshe

ইউক্রেন ইস্যুতে রাশিয়াকে পূর্ণ সমর্থন দেবে উ. কোরিয়া – DesheBideshe

ইউক্রেন ইস্যুতে রাশিয়াকে পূর্ণ সমর্থন দেবে উ. কোরিয়া – DesheBideshe

পিয়ং ইয়াং, ১৩ জুলাই – ইউক্রেনের সঙ্গে যুদ্ধে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করেছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ংয়ের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন ইউক্রেনের সঙ্গে যুদ্ধে মস্কোকে ‘নিঃশর্ত সমর্থন’ দিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। খবর বিবিসির।

বর্তমানে উত্তর কোরিয়ায় সফর করছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তার সঙ্গে আলোচনার সময় কিম বলেন, পিয়ংইয়ং ‘ইউক্রেনীয় সংকটের মূল কারণ’ মোকাবিলায় রাশিয়ার নেতৃত্ব যেসব পদক্ষেপ গ্রহণ করেছে সেগুলোকে সমর্থন করে। তারা মস্কোর পাশে আছে।

পশ্চিমা দেশগুলোর ধারণা, পিয়ংইয়ং ইউক্রেনের বিরুদ্ধে লড়াই করার জন্য রাশিয়ায় আনুমানিক ১১ হাজার সৈন্য পাঠিয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে আকস্মিক হামলা চালায় রাশিয়া। সে সময় থেকে এখন পর্যন্ত দুদেশের মধ্যে সংঘাত চলছেই।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএর তথ্য অনুসারে, কিম এবং ল্যাভরভ শনিবার ‘উষ্ণ বন্ধুত্বপূর্ণ পরিবেশে’ বৈঠক করেছেন।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ‘দৃঢ় বিশ্বাস প্রকাশ করেছেন যে, রুশ সেনাবাহিনী এবং জনগণ দেশের মর্যাদা ও মৌলিক স্বার্থ রক্ষার পবিত্র উদ্দেশ্য অর্জনে অবশ্যই বিজয় অর্জন করবে।

টেলিগ্রামে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় একটি ভিডিও পোস্ট করেছে যেখানে দেখা গেছে যে, তারা করমর্দন করছেন এবং একে অপরকে আলিঙ্গন করে শুভেচ্ছা জানাচ্ছেন।

রাশিয়ার তাস নিউজ এজেন্সি জানিয়েছে, ল্যাভরভ উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চোয়ে সন হুইয়ের সঙ্গেও দেখা করেছেন এবং রাশিয়াকে সাহায্য করার জন্য মোতায়েন করা উত্তর কোরিয়ার বীর সেনাদের ধন্যবাদ জানিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংক্ষিপ্ত বিরতির পর ইউক্রেনে সামরিক সহায়তা পুনরায় চালু করার পর নতুন করে রাশিয়ার প্রতি উত্তর কোরিয়ার সামরিক সহায়তার বিষয়টি সামনে এলো।

এর আগে বৃহস্পতিবার এনবিসি নিউজকে ট্রাম্প বলেন, ইউক্রেনে রাশিয়ার বিমান হামলা বেড়ে যাওয়ায় ন্যাটো জোটের মাধ্যমে ইউক্রেনে প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর জন্য তিনি ন্যাটোর সঙ্গে একটি চুক্তি করেছেন।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ১৩ জুলাই ২০২৫



Scroll to Top