এ প্রতিবেদনের বিষয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, ‘কেউ কোনো কিছু ফাঁস করেনি। কারণ, ফাঁস করার মতো কিছু ছিলই না। বেসামরিক গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাশিয়া ও কিয়েভ সরকারের (জেলেনস্কি প্রশাসন) সঙ্গে প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষ কোনো আলোচনা হচ্ছে না।’
কাতারে আলোচনার বিষয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্য করতে রাজি হয়নি ইউক্রেন। কিন্তু ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে দাবি করা হয়, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে দোহা (কাতার) শীর্ষ সম্মেলন স্থগিত করার কথা জানিয়েছিল ইউক্রেনের প্রেসিডেন্টের দপ্তর। এখন তা ভিডিও সম্মেলন আকারে ২২ আগস্ট অনুষ্ঠিত হবে।