
নতুন একজন সাইড-আর্ম স্পেশালিস্ট দলের সাথে যুক্ত করেছে ইংল্যান্ড। সৌরভ আম্বাতকার একজন বাঁহাতি থ্রোয়ার, যিনি বিশ্বকাপে ইংল্যান্ড দলের প্যানেলে এক গুরুত্বপূর্ণ সংযোজন। এই ভারতীয়’র কাজ করার অভিজ্ঞতা আছে আইপিএল ও আরব আমিরাতের লিগে, নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজির হয়ে। এছাড়াও এর আগে ইংল্যান্ড দলের ম্যানেজারের সাথে কাজ করেছেন সৌরভ।
চার বছর আগে, ২০১৯ বিশ্বকাপ চলাকালীন ইংল্যান্ডের ব্যাটসম্যানদের বাঁহাতি পেসারদের বল মোকাবিলা করতে বেশ সমস্যা হতো বলে পরিসংখ্যানে পাওয়া যায়। সেই বিশ্বকাপে বাঁহাতি পেসাররা ইংলিশদের মোট ২০ উইকেট তুলে নেয়।
ভারতের মাটিতে যেহেতু বিশ্বকাপ, দলগুলো ভারতীয় ‘স্পেশালিস্ট’দের দিকে ঝুঁকছে। সাইড-আর্ম বর্তমানে বেশ জনপ্রিয় একটি প্রযুক্তি। কোচেরা দলের ট্রেনিং সেশনে ব্যাটারদের জন্য সাইড-আর্ম ব্যবহার করে থাকেন। ইংল্যান্ডেও এই চর্চা রয়েছে।
কিন্তু ইংল্যান্ডের কোচিং প্যানেলের সবাই ডান হাতে সাইড-আর্ম ব্যবহার করে থাকে। সেখানেই কিছু সংযুক্তি করল ম্যানেজমেন্ট। সৌরভ’কে দলের সাথে যুক্ত করা, তাঁর থেকে যতটা সুবিধা আদায় করে নেওয়া যায়। বাঁহাতি বোলারদের প্রতি ইংলিশ ব্যাটারদের যে দুর্বলতা, সেখানে কিছুটা শাণ দেওয়া।
ইংল্যান্ডের প্রথম ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে। বিপক্ষ দলে আছে ট্রেন্ট বোল্ট এর মতো বাঁহাতি পেসার। গত মাসে ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচে ৮ উইকেট নিয়েছিলেন বোল্ট।
শুধু সৌরভ নন। ইংল্যান্ড নতুন এক ‘মেসেজ থেরাপিস্ট’ দলের সাথে যুক্ত করেছে। মহেশ আর্য্য খুব শীঘ্রই ইংলিশ প্যানেলে যুক্ত হবেন। আগামী ৫ অক্টোবর, নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের ম্যাচ দিয়ে বিশ্বকাপের পর্দা উঠছে।