ইংল্যান্ডকে উড়িয়ে ফাইনালে ভারত – Allrounder BD

ইংল্যান্ডকে উড়িয়ে ফাইনালে ভারত – Allrounder BD

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে বাদ পড়তে হয়েছিল ভারতের। দুই বছর পর সেই হারের প্রতিশোধ নিলো রোহিত শর্মা-বিরাট কোহলিরা। দ্বিতীয় সেমিফাইনালে ইংলিশদের ৬৮ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভারত। আগামী শনিবার ফাইনালে তাদের প্রতিপক্ষ সাউথ আফ্রিকা।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টস জিতে ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন জস বাটলার। ইংল্যান্ড অধিনায়কের লক্ষ্যটা ছিল পরিষ্কার, যতটা সম্ভব কম রানে ভারতকে আটকে দেওয়া। শুরুতেই বিরাট কোহলিকে ফিরিয়ে ইংল্যান্ডকে ব্রেক থ্রু এনে দেন রিস টপলি। ইংলিশ এ পেসারের বলে বোল্ড হওয়ার আগে ৯ বলে ৯ রান করেন কোহলি।

৩৯ বলে ৫৭ রান করেছেন রোহিত, ৩৬ বলে ৪৭ রান এসেছে সূর্যকুমারের ব্যাট থেকে

তিনে নেমে বড় ইনিংস খেলতে পারেননি রিশাভ পান্থ। স্যাম কারেনের বলে জনি বেয়ারস্টোর হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে করেছেন ৬ বলে ৪ রান। দ্রুত দুই উইকেট হারালেও ভারতকে বিপদে পড়তে দেননি রোহিত। সূর্যকুমারকে সাথে নিয়ে পাল্টা আক্রমণ করেন তিনি। ৩৬ বলে টুর্নামেন্টে টানা দ্বিতীয় ফিফটির দেখা পান রোহিত। অর্ধশতক করার পর অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। আদিল রশিদের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি। তার আগে ৩৯ বলে খেলেছেন ৫৭ রানের ইনিংস।

ফিফটি করার সুযোগ ছিল সূর্যকুমারের সামনেও। কিন্তু অর্ধশতক করতে পারেননি তিনি। ৩৬ বলে ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় ৪৭ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন সূর্যকুমার। তাকে ফিরিয়েছেন জোফরা আর্চার। এরপর ভারতকে বড় ধাক্কাটা দেন ক্রিস জর্ডান। পরপর দুই বলে হার্দিক পান্ডিয়া ও শিভাম দুবেকে প্যাভিলিয়নে ফেরান ইংলিশ এ পেসার। শেষদিকে ৯ বলে ১৭ রান করে অপরাজিত ছিলেন রবীন্দ্র জাদেজা। ২০ ওভার শেষে ভারত পায় ১৭১ রানের সংগ্রহ।

ইংল্যান্ডের হয়ে ৩ ওভারে ৩৭ রান দিয়ে ৩ উইকেট শিকার করেছেন ক্রিস জর্ডান।

দুর্দান্ত বোলিং করেছেন কুলদ্বীপ যাদব

১৭২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করেছিলেন জস বাটলার ও ফিল সল্ট। ভারতীয় ব্যাটারদের বিপক্ষে বেশ আক্রমণাত্মক ব্যাটিং করছিলেন ইংলিশ অধিনায়ক। কিন্তু অক্ষর প্যাটেলকে রিভার্স সুইপ করতে গিয়ে উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন তিনি।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ইংল্যান্ড। বাটলার ব্যতিত হ্যারি ব্রুক ও লিয়াম লিভিংস্টোন করেছেন দুই অঙ্কের ঘরে রান। ব্রুক রিভার্স সুইপ করতে গিয়ে আউট হয়েছেন। কুলদ্বীপ যাদবের বলে বোল্ড হওয়ার আগে ১৯ বলে ৩ বাউন্ডারিতে করেছেন ২৩ রান। লিভিংস্টোন ফিরেছেন রান আউট হওয়ার হতাশা নিয়ে। প্যাভিলিয়নে ফেরার আগে ডানহাতি এ ব্যাটার করেছেন ১৬ বলে ১১ রান।

৪ ওভারে ১৯ রান দিয়ে ৩ উইকেট শিকার করেছেন কুলদ্বীপ যাদব। অক্ষর প্যাটেলও নিয়েছেন ৩টি উইকেট, তবে তিনি রান খরচ করেছেন ৪ ওভারে ২৩।

Scroll to Top