ইউরোপের অন্যতম সেরা কোচদের একজন জোসে মরিনহো। ইউরোপজুড়ে মোট ২৬টি লিগ ট্রফি ছাড়াও ইউরোপের তিনটি মেজর ট্রফির জয়ী একমাত্র কোচ তিনি। ২০২১ সালে ইংলিশ প্রিমিয়ার লিগের দল টটেনহ্যামের সাথে চুক্তি শেষে ইংলিশ লিগ ছেড়ে যান তিনি। অলোচনায়, আবারও ইংলিশ লিগে ফিরতে পারেন তিনি।
ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব নটিংহ্যাম ফরেস্ট হতে পারে ৬২ বর্ষী মরিনহোর পরবর্তী গন্তব্য। মূলত ক্লাবটির সঙ্গে নুনো এসপিরিতোর দ্বন্দ্বের কারণে সামনে এসেছে মরিনহোর নাম। অবশ্য ক্লাব নুনোর সাথে দ্বন্দ্বের বিষয়টি খোলাসা করেননি। তবে মুখ খুলেছেন এই কোচ।
নুনো বলেছেন, ‘আগুন ছাড়া ধোঁয়া হয় না, আমি জানি কোন জিনিস কীভাবে কাজ করে। যেটা হয়েছে সেটা ভালো নয়। ক্লাবের সঙ্গে আমার সবসময়ই খুব ভালো একটা সম্পর্ক ছিল। এই মৌসুমে তেমন ভালো নয়, আমাদের সম্পর্ক বদলে গেছে।’
‘বাস্তবতা হলো এটা আর আগের মতো ভালো নেই। আগে সেটা ছিল সম্মানজনক সম্পর্ক, যা বিশ্বাস আর মত বিনিময়ের ওপর দাঁড়ানো ছিল। এখন সেটা আর তেমন নেই। আমার কাজ হলো দল পরিচালনা করা, তাদের ভালোভাবে প্রস্তুত করা এবং পরবর্তী স্তরে নিয়ে যাওয়া। ক্লাবের আলাদা মতামত আছে, কিন্তু আমি আমার মতামত বলি। আমরা সবাই এই ইন্ডাস্ট্রিতে অনেকদিন আছি। কিন্তু আমি বুঝতে পারছি আমার কথার মূল্যায়ন করা হচ্ছে না। এ কারণে কারণ আমি উদ্বিগ্ন। আমি আবার ক্লাবের সাথে সম্পর্ক নিয়ে চিন্তিত।’
ইংলিশ গণমাধ্যম জানিয়েছে, ক্লাব মালিক ইভানজেলোস মারিনাকিস মরিনহোকে বিকল্প হিসেবে বিবেচনা করেছে। কোচের শর্টলিস্টে আরো নাম আছে, সেলটিকের কোচ ব্রেন্ডান রজার্স এবং টটেনহ্যামের সাবেক কোচ অ্যাঞ্জ পোস্তেকোগলু, যিনি টটেনহ্যামকে উয়েফা ইউরোপিয়ান লিগ জিতিয়েছেন।