ইংলিশদের অপেক্ষা বাড়াল ডেনমার্ক | চ্যানেল আই অনলাইন

ইংলিশদের অপেক্ষা বাড়াল ডেনমার্ক | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

সার্বিয়াকে হারিয়ে ইউরো শুরু করেছিল ইংল্যান্ড। গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়ের ধারা বজায় রাখতে ব্যর্থ হয়েছে হ্যারি কেনের দল। ১-১ গোলের সমতায় রুখে দিয়ে ইংলিশদের নকআউট নিশ্চিতের অপেক্ষা বাড়াল ডেনমার্ক।

ডয়েচে ব্যাংক পার্কে হ্যারি কেনের গোলে লিড পায় ইংল্যান্ড। ড্যানিশদের সমতায় ফেরান মর্টেন হুলমান্ড। দুই ম্যাচে এক জয় ও এক ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘গ্রুপ সি’র শীর্ষে ইংল্যান্ড। অন্যদিকে দুই ম্যাচের দুটিতেই ড্র করে ২ পয়েন্ট নিয়ে দুইয়ে ডেনমার্ক।

ম্যাচে আধিপত্য ছিল ড্যানিশদের। তবে আগে লিড পায় ইংল্যান্ড। ১৮ মিনিটে ডি বক্সের ভেতরে ড্যানিশ গোলরক্ষককে পরাস্ত করেন হ্যারি কেন। ১-০তে এগিয়ে যায় ইংল্যান্ড।

সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে ডেনমার্ক। ১৬ মিনিট পর লক্ষ্য ছুঁতে পারে দলটি। ৩৪ মিনিটে ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে ইংলিশ জালে বল পাঠান হুলমান্ড। পরে আর কোনো দলই পায়নি গোলের দেখা। ১-১ সমতায় বাজ রেফারির শেষ বাঁশি।

Scroll to Top