চরমোনাই পীর সৈয়দ রেজাউল করিম বলেছেন, বিগত আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার আমাদের বিরোধী দল বানাতে চেয়েছিল। টাকা লাগলে দেব, এমনকি কতগুলো এমপি লাগবে সেটার প্রস্তাবও দিয়েছিল শেখ হাসিনা। ইসলামী আন্দোলন নিছক কয়েকটা এমপি-মন্ত্রিত্বের জন্য এবং সম্পদ-সম্মানের জন্য রাজনীতি করে না। রাজনীতি করি একমাত্র ইসলামকে ধারণ ও আল্লাহর জন্য।
রাষ্ট্রসংস্কার, গণহত্যার বিচার, সংখ্যনুপাতিক (পিআর) পদ্ধতিতে সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে নড়াইলে ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ বুধবার (৩০ জুলাই) বিকালে নড়াইল শহরেরর পুরাতন বাস টার্মিনাল এলাকায় মুক্ত মঞ্চে জনসভায় প্রধান অতিথি ছিলেন চরমোনাই পীর সৈয়দ রেজাউল করিম।
এসময় তিনি বলেন, আমাদেরকে জেল-জুলুমের ভয়ভীতি দেখিয়ে লাভ নেই, আমাদেরকে মারার হুমকি দিয়ে লাভ নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে ইসলাম, মানবতার মুক্তি ও দেশের কল্যাণের জন্য।
ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা শাখার আমির মাওলানা খায়রুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আব্দুল আউয়াল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মো. জান্নাতুল ইসলাম, নড়াইল জেলা জামায়াতে ইসলামীর আমির আতাউর রহমান বাচ্চু, সেক্রেটারি মো. ওবায়দুল্লাহ কায়সার, ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল-১ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আব্দুল আজিজ, নড়াইল-২ এর প্রার্থী অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা সেক্রেটারি ডাঃ এস এম নাছিরউদ্দিন।
এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশের নড়াইল জেলার সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।