আ.লীগকে নিশ্চিহ্ন করা গেলে মানুষ ফ্যাসিবাদ থেকে মুক্তি পাবে: মির্জা ফখরুল | চ্যানেল আই অনলাইন

আ.লীগকে নিশ্চিহ্ন করা গেলে মানুষ ফ্যাসিবাদ থেকে মুক্তি পাবে: মির্জা ফখরুল | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারলে ফ্যাসিবাদ আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। যারা লুটপাট দুর্নীতি করে তাদের সাথে বিএনপি কখনোই আপোষ করবে না।

আজ শুক্রবার (১ আগস্ট) রাজধানীতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে শহীদদের স্মরণে ঢাকা মহানগর বিএনপির সমাবেশে তিনি একথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের রাজনীতি ও তাদের সংস্কৃতি যদি নিশ্চিহ্ন করা যায়, তবে ফ্যাসিবাদ থেকে এদেশের মানুষ পরিপূর্ণভাবে মুক্তি পাবে।

Scroll to Top