আহানের উত্থানে বলিউডের অন্দরমহলে চাপা আতঙ্ক! | চ্যানেল আই অনলাইন

আহানের উত্থানে বলিউডের অন্দরমহলে চাপা আতঙ্ক! | চ্যানেল আই অনলাইন

আহান পাণ্ডে— বলিউডের নতুন সেনসেশন! সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সাইয়ারা’ দিয়ে যাত্রা শুরু করেই বাজিমাত করেছেন তিনি। ১৮ জুলাই মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে ছবিটি। ইতোমধ্যেই ছবিটির আয় ছাড়িয়েছে ৫০০ কোটি রুপি, যা এবছরের অন্যতম ব্লকবাস্টার।

তবে, দর্শকদের প্রশংসা কুড়ানো এই ছবির সাফল্য শুধু খুশি নয়, শঙ্কাও ডেকে এনেছে ইন্ডাস্ট্রির কয়েকজন প্রতিষ্ঠিত অভিনেতার মধ্যে! বর্ষীয়ান চলচ্চিত্র সমালোচক ও সাংবাদিক কমল নাহটা দাবি করেছেন, আহানের দ্রুত সাফল্যে চারজন বলিউড তারকা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

যদিও তিনি কারো নাম প্রকাশ করেননি। তবে বলেছেন, এক জন ৪০ বছর বয়সী অভিনেতা এতটাই বিচলিত যে ‘নিদ্রাহীন রাত’ কাটাচ্ছেন।

কী বলেছেন এই সাংবাদিক? ফারিদুন শাহরিয়ারের ইউটিউব সাক্ষাৎকারে কমল নাহটা বলেন,“আমি নাম প্রকাশ করিনি, কারণ তাকে ছোট করতে চাইনি। কিন্তু আমি যা লিখেছি, সব সত্যি। তিনি রাত জেগে থাকছেন, বারবার ফোন করে ‘সাইয়ারা’র কালেকশন যাচাই করছেন। শুধু এক জায়গায় তথ্য আড়াল করেছি— কতগুলো সিনেমায় তিনি কাজ করেছেন, সেটি বলিনি, কারণ এতে তার অপ্রস্তুত হওয়ার সম্ভাবনা ছিল।”

তিনি আরও বলেন,“আমি এই ঘটনা তুলে ধরেছি শুধুই ইন্ডাস্ট্রির অনিশ্চয়তা বোঝাতে। একজন প্রতিষ্ঠিত তারকাও একজন নবাগতকে দেখে অনিরাপদ বোধ করতে পারেন। তারা ভুলে যান, তারাও একসময় নবাগত ছিলেন।”

এসময় ভুষণ কুমারের পার্টির একটি ঘটনাও নাহটা স্মরণ করেন। বলেন, ভুষণ কুমারের এক পার্টিতে একটি বড় তারকা তাকে জিজ্ঞেস করেছিলেন ‘সাইয়ারা’ সম্পর্কে। তিনি জানান,“আমি বললাম, ছবিটা ব্লকবাস্টার। শুনেই তিনি উঠে চলে গেলেন।”

এখন পর্যন্ত ‘সাইয়ারা’র আয় কত?
মোহিত সুরির পরিচালনায় নির্মিত ‘সাইয়ারা’ একটি রোমান্টিক ড্রামা। যেখানে কাহিনীর কেন্দ্রে রয়েছে এক উঠতি গায়ক কৃষ কাপুর ও সাংবাদিক বানী বাত্রা। প্রেম ও সংকটের গল্পে আবেগঘন সংগীত হয়ে উঠেছে ছবির অন্যতম শক্তি।

ভারতে সিনেমাটি আয় করেছে ৩৭৬ কোটি রুপি। আর আন্তর্জাতিক বাজারে ছবিটির আয় ১৩১ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় ৫০৭ কোটি রুপি। এই অঙ্কের মাধ্যমে ‘সাইয়ারা’ উঠে এসেছে ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের অন্যতম সফল রোমান্টিক ছবির তালিকায়। এই ছবির বাজেট সব মিলিয়ে মাত্র ৬০ কোটি রুপি! –নিউজ এইটিন

Scroll to Top