ওটিটি’র দুনিয়ায় পা রাখতে যাচ্ছেন নব্বই দশক মাতানো অভিনেত্রী জুহি চাওলা। সম্প্রতি মুক্তি পেয়েছে জুহি অভিনীত সিরিজ ‘হাশ হাশ’ এর ট্রেলার। ট্রেলারে তার দুর্দান্ত অভিনয় দেখে মুগ্ধ দর্শক। তবে কি এর কাহিনী আর কবেই বা সিরিজটি মুক্তি পাবে?
ওটিটি’র জগতে আতঙ্ক তৈরি করতে, নতুন সিরিজ নিয়ে আসছেন অভিনেত্রী জুহি চাওলা। প্রকাশ্যে এসেছে ‘হাশ হাশ’-এর ট্রেলার। ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে এ সিরিজ। আর এই সিরিজ দিয়েই ওয়েব দুনিয়ায় ডেব্যু করতে চলেছেন জুহি।
সিরিজে জুহির সাথে দেখা যাবে কৃতিকা কামরা, সোহা আলি খান, আয়েশা জুলকা, শাহানা গোস্বামী, কারিশমা তান্নাকে। সিরিজের পরতে পরতে রয়েছে সাসপেন্স আর থ্রিলার। এ সিরিজের বেশিরভাগ সংলাপ লিখেছেন জাতীয় পুরস্কার বিজয়ী জুহি চাতুর্বেদী। যিনি গুলাবো সিতাবো ও পিকু সিনেমার লেখক।
দুই মিনিটের এ ট্রেলারে চার বন্ধুর গল্প দেখানো হয়েছে। সিরিজে একজন পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী কারিশমা তান্নাকে। চার বন্ধুর সাথে একদিন এমন একটি ঘটনা ঘটবে যা তাদের পুরো জীবনকে একেবারে বদলে ফেলবে।
শক্তিশালী লবিস্ট ইশি সংঘমিত্রের ভূমিকায় অভিনয় করেছেন জুহি চাওলা। সাংবাদিক সাইবা ত্যাগীর চরিত্রে রয়েছেন সোহা আলি খান। সেলফ মেড ফ্যাশন ডিজাইনার জাইরা শেখ-এর চরিত্রে শাহানা গোস্বামী এবং ডলি দালালের চরিত্রে থাকবেন কৃতিকা কামরা।
করোনার মহামারির পর ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয়তা একেবারে তুঙ্গে। বলিউডের তারকাদের কাছেও এখন ওটিটি প্ল্যাটফর্ম সিনেমার সাফল্যের অন্যতম সেরা মাধ্যমে পরিণত হয়েছে। মাধুরী দিক্ষীত, রাভিনা ট্যান্ডন, কারিশমা কাপুর, পূজা ভাট, সুস্মিতা সেনসহ বলিউডের বহু তারকাই পা রেখেছেন ওটিটি দুনিয়ায়।
সেই তালিকায় এবার যুক্ত হচ্ছে জুহি চাওলার নাম। পুরুষতান্ত্রিক সমাজের বিরুদ্ধে নারীদের লড়াইয়ের কাহিনীই বলবে জুহির সিরিজ ‘হাশ হাশ’। আগামী ২২ সেপ্টেম্বর আমাজন প্রাইমে মুক্তি পেতে যাচ্ছে সিরিজটি। তবে নব্বই দশক মাতানো এ অভিনেত্রী ওটিটির দুনিয়ায় কতোটা দর্শক মাতাতে সমর্থ হন সেটাই এখন দেখার বিষয়।
/এসএইচ