আশুলিয়ায় ককটেল ফাটিয়ে সোনার দোকানে ডাকাতি, ব্যবসায়ী নিহত – DesheBideshe

আশুলিয়ায় ককটেল ফাটিয়ে সোনার দোকানে ডাকাতি, ব্যবসায়ী নিহত – DesheBideshe

আশুলিয়ায় ককটেল ফাটিয়ে সোনার দোকানে ডাকাতি, ব্যবসায়ী নিহত – DesheBideshe

আশুলিয়া, ১০ মার্চ – সাভারের আশুলিয়ায় স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে দীলিপ কুমার দাস (৪৭) নামে এক স্বর্ণের দোকানি নিহত হয়েছেন। দোকানিকে হত্যার পাশপাশি ডাকাতরা ২০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

রোববার (৯ মার্চ) রাত সাড়ে ৮ টার দিকে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের নয়ারহাট বাজারের স্বর্ণপট্টিতে এ ঘটনা ঘটে। নিহত দীলিপ কুমার দাস পাথালিয়া ইউনিয়নের গোপিনাথপুর দাসপাড়া মহল্লার দুলাল দাসের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান,রাত সাড়ে আটটার দিকে দীলিপ তার স্বর্ণের দোকান বন্ধ করছিলেন। এ সময় একটি প্রাইভেটকারে চার ডাকাত এসে দীলিপকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। সে সময় দীলিপের হাতে থাকা স্বর্ণের ব্যাগ লুট করে নেয় তারা। আতঙ্ক ছড়াতে ওই সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণও ঘটায় ডাকাতরা।

নিহতের স্ত্রী সরস্বতী বলেন, আশুলিয়ার নয়ার হাটবাজারের স্বর্ণপট্টীতে আমার স্বামীর দিলীপ জুয়েলার্স নামে একটি স্বর্ণের দোকান রয়েছে। সেখান আজ রাত সাড়ে ৮ টার দিকে আমার স্বামী দোকান বন্ধ করছিলেন। এ সময় কয়েকজন ডাকাত স্বর্ণের ব্যাগে থাকা ২০ ভরি স্বর্ণালংকার লুট করে নেয়। ওই সময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় ডাকাতরা । পরে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়।”

এনাম মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক মেরাজুল রায়হান পাভেল বলেন, “দিলীপ কুমারের বুকের ডান পাশে ও মুখে বড় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। তাকে হাসপাতালে আনার সঙ্গে সঙ্গে আমরা চিকিৎসা শুরু করি। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।”

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত ) কামাল হোসেন বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সেখানে সিসিটিভির ফুটেজে দেখা যায় দীলিপ দোকান বন্ধ করার সময় সাদা প্রাইভেট কারে আসা চারজন তাকে এলোপাতাড়ি কোপায় এবং তার স্বর্ণের ব্যাগ লুট করে নেয়। এ ঘটনায় তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১০ মার্চ ২০২৫

 



Scroll to Top