লিভারপুলের তারকা স্ট্রাইকার ডারউইন নুনেজ সৌদি প্রো লিগের দল আল-হিলালে যাচ্ছেন। দলটির সাথে চুক্তি একরকম সেরেই ফেলেছেন, সবশেষ খবর এমন।
ইউরোপে অবশ্য এমনও খবর, নুনেজের দুই ক্লাবের মধ্যে এখনও পাকাপোক্ত হয়নি চুক্তির বিষয়গুলো, আলোচনা চলমান রয়েছে। দুপক্ষই আত্মবিশ্বাসী যে চুক্তিটি হবে। চুক্তি হবে ৫৩ মিলিয়ন ইউরো বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৫০ কোটিতে।
উরুগুয়ের তারকা স্ট্রাইকার ২০২২ সালে পর্তুগালের ক্লাব বেনফিকা থেকে ৬৪ মিলিয়ন পাউন্ডে লিভারপুলে যোগ দিয়েছিলেন। তিন মৌসুমে ১৪৩ ম্যাচে ৪০ গোল করেছেন ২৬ বর্ষী। গত মৌসুমে তার ক্লাব প্রিমিয়ার লিগে শিরোপা জিতেছে।
নুনেজ যদি চলে যান, লিভারপুলকে ফরোয়ার্ড লাইনে নতুন মুখ খুঁজতে হবে। কারণ লুইস দিয়াজও এ দলবদলে বায়ার্ন মিউনিখে যোগ দিয়েছেন। আর ফেদেরিকো কিয়েসা অন্যকোথায় যাওয়ার জন্য ভাবছেন।