সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন কবি ও গবেষক ফজলুল হক। আলোচনায় অংশ নেন দৈনিক যুগান্তর সম্পাদক ও কবি আবদুল হাই শিকদার, প্রাবন্ধিক ও শিশুসাহিত্যিক জাকির আবু জাফর এবং কবি হিজল জোবায়ের। সভাপতিত্ব করেন বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম।
‘দেশজ আধুনিকতা ও আল মাহমুদের কবিতা’ শীর্ষক প্রবন্ধে ফজলুল হক বলেন, কবিতায় গ্রামীণ জীবনকাঠামো ও সংস্কৃতি, চাষি, জমিন, বলদ, লাঙল, মাঝি, নৌকা, নদী ভাঙন—এসব কবি আল মাহমুদের চেতনায় উজ্জ্বল হয়েছে। সাধারণ মানুষ, অপরূপ প্রকৃতি তাঁর কবিতার প্রধান উপজীব্য। এদের মাঝ থেকে তিনি স্বতন্ত্র সত্তার অধিকারী। এটাই কবির অন্যতম প্রধান বৈশিষ্ট্য। ঔপনিবেশিক প্রবণতা থেকে বেরিয়ে এসে আল মাহমুদ দেশজ আধুনিকতার নিরিখে নিজস্ব কল্পচিত্র, মত ও পথ নির্মাণ করেছেন।