আল ইত্তিহাদ কোচের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছেন বেনজেমা – Allrounder BD

আল ইত্তিহাদ কোচের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছেন বেনজেমা – Allrounder BD

আল ইত্তিহাদ কোচের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছেন বেনজেমা – Allrounder BD

আল ইত্তিহাদ কোচ নুনো স্পিরিতো সান্তোর সাথে দ্বন্দ্বে জড়িয়েছেন ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। এই মৌসুমে রিয়াল মাদ্রিদ ছেড়ে সৌদি আরবের ক্লাবটিতে নাম লিখিয়েছেন তিনি।

সৌদি প্রো লিগে শুরুটা দারুণ করেছে বেনজেমার দল। প্রথম দু্ই ম্যাচ জিতে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে এই লিগের গতবারের চ্যাম্পিয়নরা। আল ইত্তিহাদের শুরুটা দারুণ হলেও এখনো দলটির হয়ে এই মৌসুমে গোলের দেখা পাননি বেনজেমা।

সৌদি আরবের বিভিন্ন গণমাধ্যমের খবর, বেনজেমা ও নুনো সান্তোর মধ্যে সংকট চরমে। রিয়াল মাদ্রিদের কিংবদন্তি স্ট্রাইকার কোচের থেকে যে আচরণ পেয়েছেন তার কোন জবাব হয় না। এমনকি আল ইত্তিহাদকে গত মৌসুমে লিগ শিরোপা জেতানো কোচ সান্তো নাকি বলেছেন, তার কৌশলের সঙ্গে বেনজেমা মোটেও মানানসই না।

আর এতেই চটেছেন বেনজেমা। ইতোমধ্যে নাকি আল ইত্তিহাদের এজেন্টকে এই বিষয়ে বলেছেন, যে দলের কোচের প্ল্যানে তিনি নেই, তাকে কোনো সেই ক্লাবে আনা হলো। এই সমস্যা দ্রুত সমাধান করতে বলেছেন বেনজেমা।

এছাড়াও আল ইত্তিহাদের অধিনায়কের দায়িত্ব নিয়েও কোচের সাথে মতপার্থক্য রয়েছে ব্যালন ডি’অর জয়ী তারকার। ফরাসি এই স্টাইকারকে উপেক্ষা করে রোমারিনহোকে দলটির নেতৃত্ব দিতে চান সান্তো।

Scroll to Top